বঙ্গোপসাগরের চট্টগ্রাম বহিঃ-নোঙ্গর থেকে নিষিদ্ধ 'আর্টিসানাল' ট্রলিং বোট ও জালসহ ১৮ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। তারা নিষিদ্ধ আর্টিসানাল মেশিন লাগিয়ে সাগরে মাছ শিকার করছিল।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন সাঙ্গু বঙ্গোপসাগরের চট্টগ্রামের বহিঃ-নোঙ্গর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে জব্দ করা বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৪টি ট্রলিং জালসহ ১৮ জন জেলেকে আটক করা হয়।
জব্দ-কৃত আর্টিসানাল ট্রলিং বোট, জাল এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

