লোহাগাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আরমান (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছে। শনিবার রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ট্রাকচালক মো. আরমান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পেয়ার ইসলামের ছেলে। দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা বলেন, চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের দ্রুততম একটি যাত্রীবাহী বাস কক্সবাজারমুখী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে এলাকাবাসী আহতদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালক মো. আরমানকে মৃত ঘোষণা করেন। এ সময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব রুহুল আমিন দৈনিক আমার দেশকে জানান, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো হাইওয়ে থানার হেফাজতে রাখা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত