কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়ায় আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
২৩ নভেম্বর রাত ৮টায় বারবাকিয়া ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইনের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
বারবাকিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার ইউনুসের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক জেড এম মিনারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি আবু ছিদ্দিক রনি, অ্যাডভোকেট মিনার, ওলামা দলের সদস্য সচিব সানা উল্লাহ, প্রচার সম্পাদক মুজিবুল হক চৌধুরী, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম। সম্মেলনে ইদ্রিস বাদশা, মেম্বার আলমগীর, ছরওয়ার কামাল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শওকত হোসেন, সদস্য সচিব নুরুল হোছেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এটিএম গিয়াস উদ্দিন হায়দার, কৃষক দলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আলিম, সদস্য সচিব তৌহিদুল ইসলামসহ যুবদল ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
কাউন্সিল শেষে আওয়ামী লীগের ৩০ জন নেতাকর্মী বিএনপির সাধারণ সম্পাদকের হাত ধরে বিএনপিতে যোগদান করেন। তারা হলেন আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, মো. শাহাদাত, আমির হোসাইন, মোহাম্মদ কামাল, বদিউল আলম, মো. কাছিম, বাদল চন্দ্র শীল, আবদুল খালেক, নুরুল হোসাইন, নজরুল, নুরুল হক, মো. নাছির মহিউদ্দিন, মো. বশর, বদি আলম (২), মো. করিম, মো. কাশেম, নাজিম উদ্দিন, মো. জসিম, মো. জমির, আলমগীর, মো. কাশেম, উজ্জ্বল চন্দ্র শীল, আবু তালেব, নবীর হোসাইন, মো. আনসার, মো. রাজিব, মো. মনু প্রমুখ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের রাজনৈতিক কর্মকাণ্ডকে ভালোবেসে বিএনপিতে যোগদান করেছেন বলে জানান তারা।

