আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্যাপ ইয়ার্ডে আগুন

উপজেলা প্রতিনিধি, মহেশখালী (কক্সবাজার)

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্যাপ ইয়ার্ডে আগুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকায় রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয় ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম খোকন ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগুন দাউদাউ করে জ্বলছে এবং তা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ড এলাকায় ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন দূর থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। আগুনের লেলিহান শিখা দেখতে প্রকল্প সংলগ্ন এলাকার অনেক বাসিন্দা ঘটনাস্থলের আশপাশে ছুটে আসেন। তবে বিদ্যুৎ প্রকল্প এলাকার ভেতরে প্রবেশে কড়াকড়ি নিষেধাজ্ঞা থাকায় আগুনের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তারা নিশ্চিত হতে পারেননি।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ কেন্দ্রের ভেতরের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লেগেছে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। মহেশখালী ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে এবং তিনিও বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানান।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত রয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহেশখালী স্টেশন জানিয়েছেন।

তবে কয়লা বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন