লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মো. হাসান তারেক চিতাকে (৩০) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২ত জানুয়ারি), সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের মেজর মো. রাহাত খান।
এর আগে, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে একটি মসজিদের সামনে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড অ্যামোনিশন ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অন্যদিকে অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসী ছোট কাউছারসহ তার অন্য সহযোগীরা।
চিতা চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে এবং সন্ত্রাসী ছোট কাউছারের সহযোগী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের মেজর মো. রাহাত খান বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আমরা চন্দ্রগঞ্জে অভিযান পরিচালনা করি। আমাদের কাছে খবর ছিল, ছোট কাউছারসহ তার সহযোগীরা চন্দ্রগঞ্জে অবস্থান করছে। সেখান থেকে আমরা হাসান তারেক চিতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করি। বাকিরা পালিয়ে যায়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরবর্তী ব্যবস্থা নিতে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

