খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৯টি দোকান ভস্মীভূত হয়ে গেছে।
৪ অক্টোবর রাত ১টা ৪০ মিনিটের সময় হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ইসমাইল মার্কেটের ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ১৯টি দোকানের মধ্যে তেলের দোকান, মোটর গ্যারেজ, হোটেল, ফার্নিচারসহ নানা ধরনের দোকান ছিল।
কীভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারেননি। তবে ফায়ার সার্ভিস ও দোকান মালিকের ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
পাহাড়ের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় গুইমারা উপজেলায় আতঙ্ক দেখা দিয়েছে।

