চার দাবিতে চট্টগ্রামে ২০ জুলাই পরিবহন ধর্মঘট

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ২৩: ২২

চার দফা দাবিতে চট্টগ্রামসহ পাঁচ জেলায় আগামী রোববার (২০ জুলাই) গণ ও পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো। সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্য এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৃহত্তর চট্টগ্রাম পরিবহন মালিক ফেডারেশনের আহ্বায়ক মোরশেদুল আলম কাদেরী ও সদস্য সচিব হুমায়ুন কবির সোহেল।

বিজ্ঞাপন

তাদের দাবিগুলো হলো—২০১৮ সালের সড়ক পরিবহন আইনের সংশোধন, যানবাহনের ইকোনমিক লাইফ পুনর্বিন্যাস, বর্ধিত অগ্রিম আয়কর প্রত্যাহার ও বিআরটিএর ফিটনেস কার্যক্রম বেসরকারি প্রতিষ্ঠানের হাতে না দেওয়া। এসব দাবিতে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় সব পণ্য ও গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।

সংগঠনগুলোর অভিযোগ, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলের সড়ক পরিবহন আইন বর্তমানে মালিক-শ্রমিকদের জন্য ‘গলার ফাঁস’ হয়ে দাঁড়িয়েছে। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, দীর্ঘমেয়াদি কারাদণ্ড ও অতিরিক্ত জরিমানার বিধান এ খাতকে ভয়াবহ সংকটে ফেলেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, চলমান বাজার অস্থিরতার মধ্যেও সরকার পরিবহন খাতে কোনো ভর্তুকি না দিয়ে উল্টো যন্ত্রাংশ, টায়ার-টিউবের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মধ্যে আয়কর দ্বিগুণ করেছে। একই সঙ্গে তারা জানতে পেরেছেন, বিআরটিএর গাড়ির ফিটনেস কার্যক্রম বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার চেষ্টাও চলছে। দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেয় চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একরামুল করিম, মোরশেদুল আলম কাদেরী, শওকত আলী, হুমায়ুন কবির, খোরশেদ আলম, আহসান উল্ল্যাহ চৌধুরী, ফারুক খান, নুরুল ইসলাম প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত