অভিযানে কোস্টগার্ডের সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি

উপজেলা প্রতিনিধি, মহেশখালী (কক্সবাজার)
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৬: ২২
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৭: ১৫

কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে অংশ নিয়েছেন অস্ত্রধারী সন্ত্রাসী ও যুবদল নেতা হত্যা মামলার আসামিরা। এ ছাড়াও এ অভিযানের সোর্স হিসেবে রাখা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত পলাতক ও হত্যাসহ একাধিক মামলার আসামিদের।

বিজ্ঞাপন

এ দিকে ১৮ অক্টোবর শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা গ্রামে কোস্টগার্ডের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তানভীরের বসতবাড়ি ও আশপাশের খালবিলের ধানক্ষেত ও পান বরজে এ অভিযান চালানো হয়। এ সময় ভাঙচুর করে তছনছ করা হয় শহীদ তানভীরের বাড়ি ও ঘরের বিভিন্ন আসবাবপত্র।

এ অভিযানে দেশীয় অস্ত্র হাতে দেখা গেছে হত্যাসহ একাধিক মামলার আসামিদের। এই অস্ত্রধারীদের ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

অভিযান শুরুর আগেই সোর্স হিসেবে থাকা হত্যাসহ একাধিক মামলার আসামি আবু বক্করকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি যুবদল নেতা তোফাইল হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক। তিনি বলেন, আবু বক্কর কালারমার ছড়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা (হত্যা মামলা মহেশখালী থানার মামলা-৩৫/২৫ ও ১৩১/২৫সহ একাধিক রয়েছে)। আরও মামলা আছে কিনা আমরা খতিয়ে দেখছি।

এর আগেও গত ২০ মার্চ দেশীয় অস্ত্র নিয়ে হত্যাসহ একাধিক মামলার আসামিদের সোর্স হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠে কোস্টগার্ডের বিরুদ্ধে। সেই ছবিও মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সম্প্রতি কক্সবাজার থেকে কোস্ট গার্ডের সোর্স নামে পরিচিত আনছার উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আনছার উল্লাহর ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়।

তারা জানান, ওইসব সোর্সের হাতে দেশীয় তৈরি অস্ত্র থাকায় আতঙ্কে ছিল স্থানীয়রাসহ বিলে ধানক্ষেত ও পানবরজে কর্মরত কৃষকরা।

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ তানভীর ভাই যুবদল নেতা মিজানুর রহমান মাতব্বরে বলেন, আওয়ামী লীগের তাণ্ডবে ও নির্যাতনের কারণে আমরা ১৭ বছর ধরে তাদের ঘরবাড়িকে থাকতে পারিনি। এ দীর্ঘ সময়ে আমাদের শত শত একর জায়গা জায়গা-জমি দখল করে ভোগ করেছে। ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর আমরা বসবাস শুরু করি। কিন্তু আমরা এখনো শান্তিতে নেই। একেরপর এক মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক শরীফের মোটা অংকের টাকার বিনিময় আওয়ামী লীগ বিরোধী পরিবারের উপর প্রশ্নবিদ্ধ অভিযান পরিচালনা করে হয়রানি করছে।

প্রত্যক্ষদর্শী কালারমারছড়া ইউনিয়ন যুবদল আহবায়ক নাজমুল হোসাইন ছিদ্দিকী বলেন, কোস্ট গার্ডের পরিকল্পিত ভুয়া অভিযানে এলাকায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। কোস্টগার্ডের অভিযানে বিভিন্ন হত্যা মামলার আসামি সোর্স আবু বক্করকে ব্যবহার অভিযানকে প্রশ্নবিদ্ধ করেছে।

এদিকে অভিযানের পর আটকৃতদের ও অস্ত্র উদ্ধারের বিষয়ে শনিবার কক্সবাজারের শহরের নুনিয়ার ছড়া ঘাট সংলগ্ন অস্থায়ী ক্যাম্পে সংবাদ সম্মেলনের আয়োজন করে কোস্টগার্ড।

সেখানে একাধিক হত্যা মামলার আসামি সদ্য গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী আনছার উল্লাহ কিভাবে কোস্টগার্ডের সোর্স হিসেবে এতদিন কাজ করেছে এমন প্রশ্ন করা হলে কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, তার মামলা ও অপরাধ সম্পর্কে আমরা জানতাম না। আজকেও কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ হত্যা ও বিভিন্ন মামলার আসামিদের দেখা গেছে এমন প্রশ্ন করা হলে সেটি এড়িয়ে যান তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত