আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লুট করা মোবাইল ট্র্যাকিং করে ডাকাত গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

লুট করা মোবাইল ট্র্যাকিং করে ডাকাত গ্রেপ্তার

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ সংঘটিত ডাকাতির ঘটনায় লুটকৃত মোবাইল ট্র্যাকিং করে রমজান নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত ডাকাত উপ‌জেলার ইসলামাবাদ ইউনিয়‌নের ৫নং ওয়ার্ডে‌র বোয়ালখালী এলাকার নুরুল আল‌মের ছে‌লে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, ডাকাতির ঘটনায় লুটকৃত মোবাইল অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ট্রেকিং করে এই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। অন্য ডাকাতদেরও অচিরেই আইনের আওতায় আনা হবে। ওই ডাকাতকে আদালতে নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর ভোর রাতে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে পূর্ব নাপিতখালী পুরাতন ডুলাফকির রাস্তার মাথা সংলগ্ন বাংলালিংক টাওয়ার এলাকার দুই বসতবাড়িতে ডাকাতি সংঘটিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন