পর্যটন জেলা কক্সবাজারে আজ মঙ্গলবার চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন এই তাপমাত্রা হলো ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে ঘণ্টায় ১৫-২০ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, যার কারণে জেলাজুড়ে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে।
অন্যদিকে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ ও পার্বত্য বান্দরবান জেলায় সোমবার ছিল তাপমাত্রার সর্বনিম্ন রেকর্ড, যা উত্তরবঙ্গের চেয়েও কম ছিল।
এদিন টেকনাফে ১১.২ সেলসিয়াস ও বান্দরবানে ১১ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। কক্সবাজার আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজকের তাপমাত্রা ১৩.৫ সেলসিয়াস । এই তাপমাত্রা কক্সবাজারে এ বছরের সর্বনিম্ন রেকর্ডকৃত তাপমাত্রা।
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

