আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কক্সবাজারে বছরের সর্বনিম্ন তাপমাত্রা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারে বছরের সর্বনিম্ন তাপমাত্রা

পর্যটন জেলা কক্সবাজারে আজ মঙ্গলবার চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন এই তাপমাত্রা হলো ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে ঘণ্টায় ১৫-২০ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, যার কারণে জেলাজুড়ে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে।

বিজ্ঞাপন

অন্যদিকে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ ও পার্বত্য বান্দরবান জেলায় সোমবার ছিল তাপমাত্রার সর্বনিম্ন রেকর্ড, যা উত্তরবঙ্গের চেয়েও কম ছিল।

এদিন টেকনাফে ১১.২ সেলসিয়াস ও বান্দরবানে ১১ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। কক্সবাজার আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজকের তাপমাত্রা ১৩.৫ সেলসিয়াস । এই তাপমাত্রা কক্সবাজারে এ বছরের সর্বনিম্ন রেকর্ডকৃত তাপমাত্রা।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...