আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আখাউড়া স্থলবন্দর দিয়ে ৩৬ টন জিরা আমদানি

উপজেলা প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
আখাউড়া স্থলবন্দর দিয়ে ৩৬ টন জিরা আমদানি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে চারদিনে ৩৬ টন ভারতীয় জিরা আমদানি করা হয়েছে। আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, সারা এগ্রো এনিম্যাল নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান সোমবার ভারত থেকে সাড়ে ১২ মেট্রিক টন জিরা আমদানি করে এই বন্দর দিয়ে। মঙ্গলবার দুপুরে বন্দর থেকে ছাড়পত্র নিয়ে এই জিরা চলে গেছে রাজধানী ঢাকায়।

তিনি বলেন, চলতি মাসে তিন রাজধানী ঢাকার পৃথক তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান আরো ২৪ মেট্রিক টন জিরা আমদানি করে এই বন্দর দিয়ে।

বিজ্ঞাপন

আখাউড়া স্থলবন্দরের কাষ্টমস কতৃর্পক্ষ জানায়, প্রতি কেজি জিরা তিন ডলারে আমদানি হয়। যা বাংলাদেনি টাকায় ৪২৭ টাকা। এই জিরা আমদানির কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টের দায়িত্বে রয়েছেন মেসার্স আদনান এন্টারপ্রাইজ।

মেসার্স আদনান এন্টারপ্রাইজের মালিক আক্তার হোসেন জানান, চারটি পৃথক আমদানিকারক প্রতিষ্ঠান চলতি মাসের ৯, ১৫, ২৪ ও ২৮ তারিখ চার দফায় সাড়ে ৩৬ মেট্রিক টন জিরা আমদানি করেছে আখাউড়া স্থলবন্দর দিয়ে। প্রতি কেজি জিরা থেকে ২৫২ টাকা ৫০ পয়সা করে সরকার রাজস্ব আদায় করেছে। এ হিসেবে চলতি মাসে সাড়ে ৩৬ মেট্রিক টন জিরা আমদানি থেকে সরকার রাজস্ব আয় করেছে ৯২ লাখ ১৬ হাজার ২৫০ টাকা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন