দেবিদ্বারে ইসলামি দলগুলোর ঐক্যের বিষয়ে জামায়াতের মতবিনিময়

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৯: ৩২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেবিদ্বার শাখার উদ্যোগে সমমনা ইসলামী রাজনৈতিক দলগুলোর সাথে ইসলামী দলগুলোর ঐক্যের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের স্থানীয় একটি হোটেলে কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহীদ প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।।

সাইফুল ইসলাম শহীদ বলেন, ইসলামি ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সমমনা ইসলামি রাজনৈতিক দলগুলোর ঐক্য এখন সময়ের সবচেয়ে বড় দাবি। দেশের জনগণ ইসলামি দলগুলোকে এক প্ল্যাটফর্মে আগামী নির্বাচনে দেখতে চায়।

তিনি আরো বলেন, মানুষের তৈরি করা আইন দিয়ে গত ৫৪ বছর যারা দেশ পরিচালনা করেছে তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে ব্যর্থ হয়েছে। আল্লাহর আইন দিয়েই দেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেয়া সম্ভব। ইসলামি দলগুলোর ঐক্য যেন ফাটল তৈরি করতে না পারে সেক্ষেত্রে আমাদের সজাগ থাকতে হবে।

দেবিদ্বার উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. রুহুল আমীনের সঞ্চালনায় ও উপজেলা জামায়েতের আমির অধ্যাপক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি লোকমান হাকিম ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম, দেবিদ্বার উপজেলা সভাপতি মো. পারভেজ ভূইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের দেবিদ্বার উপজেলা সহ-সভাপতি হাফেজ জসিম উদ্দিন, দেবিদ্বার পৌর জামায়াতের আমির ফেরদৌস আহমেদ ও দেবিদ্বার কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি আশরাফুল আলম ওবাইদি প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত