
উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেবিদ্বার শাখার উদ্যোগে সমমনা ইসলামী রাজনৈতিক দলগুলোর সাথে ইসলামী দলগুলোর ঐক্যের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের স্থানীয় একটি হোটেলে কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহীদ প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।।
সাইফুল ইসলাম শহীদ বলেন, ইসলামি ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সমমনা ইসলামি রাজনৈতিক দলগুলোর ঐক্য এখন সময়ের সবচেয়ে বড় দাবি। দেশের জনগণ ইসলামি দলগুলোকে এক প্ল্যাটফর্মে আগামী নির্বাচনে দেখতে চায়।
তিনি আরো বলেন, মানুষের তৈরি করা আইন দিয়ে গত ৫৪ বছর যারা দেশ পরিচালনা করেছে তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে ব্যর্থ হয়েছে। আল্লাহর আইন দিয়েই দেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেয়া সম্ভব। ইসলামি দলগুলোর ঐক্য যেন ফাটল তৈরি করতে না পারে সেক্ষেত্রে আমাদের সজাগ থাকতে হবে।
দেবিদ্বার উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. রুহুল আমীনের সঞ্চালনায় ও উপজেলা জামায়েতের আমির অধ্যাপক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি লোকমান হাকিম ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম, দেবিদ্বার উপজেলা সভাপতি মো. পারভেজ ভূইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের দেবিদ্বার উপজেলা সহ-সভাপতি হাফেজ জসিম উদ্দিন, দেবিদ্বার পৌর জামায়াতের আমির ফেরদৌস আহমেদ ও দেবিদ্বার কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি আশরাফুল আলম ওবাইদি প্রমুখ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেবিদ্বার শাখার উদ্যোগে সমমনা ইসলামী রাজনৈতিক দলগুলোর সাথে ইসলামী দলগুলোর ঐক্যের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের স্থানীয় একটি হোটেলে কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহীদ প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।।
সাইফুল ইসলাম শহীদ বলেন, ইসলামি ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সমমনা ইসলামি রাজনৈতিক দলগুলোর ঐক্য এখন সময়ের সবচেয়ে বড় দাবি। দেশের জনগণ ইসলামি দলগুলোকে এক প্ল্যাটফর্মে আগামী নির্বাচনে দেখতে চায়।
তিনি আরো বলেন, মানুষের তৈরি করা আইন দিয়ে গত ৫৪ বছর যারা দেশ পরিচালনা করেছে তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে ব্যর্থ হয়েছে। আল্লাহর আইন দিয়েই দেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেয়া সম্ভব। ইসলামি দলগুলোর ঐক্য যেন ফাটল তৈরি করতে না পারে সেক্ষেত্রে আমাদের সজাগ থাকতে হবে।
দেবিদ্বার উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. রুহুল আমীনের সঞ্চালনায় ও উপজেলা জামায়েতের আমির অধ্যাপক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি লোকমান হাকিম ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম, দেবিদ্বার উপজেলা সভাপতি মো. পারভেজ ভূইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের দেবিদ্বার উপজেলা সহ-সভাপতি হাফেজ জসিম উদ্দিন, দেবিদ্বার পৌর জামায়াতের আমির ফেরদৌস আহমেদ ও দেবিদ্বার কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি আশরাফুল আলম ওবাইদি প্রমুখ।

গোপালপুরে শতবর্ষ ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে শশীমুখী উচ্চবিদ্যালয়। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী রাজবাড়ীর হেমনগর এলাকায় অবস্থিত এই বিদ্যালয় এখন মানুষ গড়ার প্রতিষ্ঠান হিসেবে সুনাম কুড়িয়েছে। ১৯০০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি এখনো গোপালপুরে শিক্ষার অন্যতম আলোকবর্তিকা হিসেবে পর
১৬ মিনিট আগে
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে আশ্রয়ণ প্রকল্পের ঘর ফাঁকা পড়ে থাকার বিষয়টি অবগত হয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৯ মিনিট আগে
চলতি বছর হলিধানি এলাকায় পরীক্ষামূলকভাবে মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন জাতের তরমুজ চাষ শুরু হয়েছে। মাচা পদ্ধতিতে ঝুলন্ত তরমুজের বাম্পার ফলন হয়েছে । এই পদ্ধতিতে তরমুজের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসির ঝিলিক।
২৭ মিনিট আগে
গ্যাস-বিদ্যুৎ সংযোগ না থাকায় নরসিংদীর শিবপুর বিসিকে তিন বছরেও গড়ে ওঠেনি শিল্প-কারখানা। এছাড়াও রক্ষণাবেক্ষণের অভাবে সৈয়দনগরে গড়ে তোলা ‘নরসিংদীর সম্প্রসারণকৃত বিসিক’ এখন অপরাধ ও অসামাজিক কার্যকলাপের স্থানে পরিণত হয়েছে। গেটে নেই কোনো পাহারাদার। গড়ে ওঠেনি কোনো শিল্প-কারখানা।
৩০ মিনিট আগে