চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের উদ্যোগে ইনস্টিটিউশনাল সিম্পোজিয়ার ফর মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ শীর্ষক এ সম্মেলন নগরের চান্দগাঁও শমসের পাড়া ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
এতে চিকিৎসা শিক্ষা ও গবেষণা সম্পর্কিত মেডিকেল কলেজের নিজস্ব ৪২টি ও অন্যান্য দেশের শিক্ষকদের ২৮টিসহ মোট ৭০টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এই সম্মেলনে তুরস্ক, থাইল্যণ্ড, পাকিস্তান থেকেও বক্তারা যোগ দেবেন। সম্মেলনটিকে আয়োজকরা চিকিৎসা শিক্ষা ও গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন।
সম্মেলনে সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন যোগ দেবেন।
রোববার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক কমিটির চেয়ারম্যান ডা. মো. টিপু সুলতান। এ সময় উপস্থিত ছিলেন, কো-চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন, অধ্যাপক ডা. আকরাম পারভেজ চৌধুরীসহ অন্যান্যরা।
সম্মেলনে এবারের মূল প্রতিপাদ্য হলো, ‘গবেষণা এবং চিকিৎসা শিক্ষা: উদ্ভাবনকে অনুপ্রাণিত করন ও বৈশ্বিক স্বীকৃতি নিশ্চিত করণ’।
কমিটির চেয়ারম্যান ডা. মো. টিপু সুলতান বলেন, আমাদের শিক্ষকরা গবেষণা করলেও জাতীয় ও আন্তর্জাতিকভাবে সেটির কোন স্বীকৃতি মেলে না। আয়োজনের মূল লক্ষ্য হলো চিকিৎসা শিক্ষা ও গবেষণার মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করা, যা ভবিষ্যতের স্বাস্থ্যসেবাকে আরো উন্নত, গবেষণাভিত্তিক এবং রোগী-কেন্দ্রিক করে তুলবে। এই সম্মেলনের মাধ্যমে নতুন প্রজন্মের চিকিৎসক, দন্ত চিকিৎসক ও নার্সদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি, তাদের উদ্ভাবনী কাজের স্বীকৃতি প্রদান এবং জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাথে জ্ঞান বিনিময়ের একটি গতিশীল ফ্ল্যাাটফর্ম তৈরি করা হবে। সম্মেলনে প্রায় ৭০টিরও বেশি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে।
এসব প্রবন্ধে মেডিসিন, সার্জারি, পাবলিক হেলথ, বেসিক সায়য়েন্স, ডেন্টিস্ট্রি এবং নার্সিং-এর বিভিন্ন সমসাময়িক চ্যালেঞ্জ ও উদ্ভাবনী সমাধান তুলে ধরা হবে। আয়োজকরা জানান, শুধু মেডিকেল এডুকেশন নয় মেডিকেল এলাকায় হাজী পাড়া ও আশেপাশের ওয়ার্ড নিয়ে কলেজের শিক্ষার্থীরা রোগ ভিত্তিক একটি সার্ভেও তৈরি করেছে।

