আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উত্তাল বঙ্গোপসাগরে দমকা হাওয়া, বাধা না মেনে সমুদ্রস্নানে পর্যটকরা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

উত্তাল বঙ্গোপসাগরে দমকা হাওয়া, বাধা না মেনে সমুদ্রস্নানে পর্যটকরা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কক্সবাজারের সমুদ্র উপকূল উত্তাল হয়ে উঠেছে। জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট বৃদ্ধি পেয়ে উপকূলে আঘাত হানছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে কক্সবাজার শহরে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। মাঝে মাঝে দমকা হাওয়াও বয়ে যাচ্ছে। সমুদ্র সৈকতের আশপাশ ও উপকূলীয় এলাকায় দমকা হাওয়ার প্রভাব অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে।

অপরদিকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে উত্তাল সমুদ্র উপভোগ করছেন কক্সবাজারে আগত পর্যটকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমুদ্র পাড়ে জড়ো হয়েছেন শত শত পর্যটক। কেউ কেউ উত্তাল সমুদ্রেই গোসলে নেমে পড়েছেন।

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ জয়নাল আবেদীন ভুট্টো জানান, নিম্নচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূল বেশ উত্তাল আছে। জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট বৃদ্ধি পেয়ে কূলে আঘাত হানছে।

তিনি বলেন, আবহাওয়ার এই বিরূপ পরিস্থিতিতে পর্যটকদের সাগরে গোসলে না নামতে নিষেধ করলেও অনেকেই তা মানছেন না।

রাজশাহী থেকে আসা পর্যটক রেহনুমা উর্মি বলেন, কক্সবাজারে গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এতে বেড়াতে এসেও আমরা এক প্রকার ঘরবন্দি হয়ে পড়ি। তবে আজ রাতে চলে যাব। তাই একটু গোসল করতে এসেছি।

তার মতে, এই মুহূর্তে সাগর উত্তাল। এই উত্তাল সাগর আমরা কখনো দেখিনি। তাই উপভোগ করতে খুব ভালো লাগছে।

নারায়নগঞ্জ থেকে আসা আরেক পর্যটক আবদুর রহমান বলেন, উত্তাল সাগর দেখতে কার না ভালো লাগে? উত্তাল সাগরের সৌন্দর্য দেখতে স্ত্রীকে নিয়ে সাগরপাড়ে এসে পড়েছি।

কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবদুল হান্নান জানিয়েছেন, কক্সবাজারে দুইদিনে বেশ বৃষ্টিপাত হয়েছে। গেলো ২৪ ঘণ্টায় ৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি সাংবাদিকদের বলেন, বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার সমুদ্র সৈকত কিছুটা উত্তাল রয়েছে। তাই পর্যটকদের সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। যদিও অনেক পর্যটক নিষেধাজ্ঞা মানছেন না।

তিনি বলেন, জেলা প্রশাসন সতর্কতার সাথে কাজ করে যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন