চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল উল্টে ফজলুল হক চুমকু (৫২) নামে এক বিএনপি নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার বাদামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের মৃত আবুল হাশেমের ছেলে। দলীয় কোনো পদে না থাকলেও তিনি একজন প্রবীণ বিএনপি নেতা ছিলেন বলে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ফজলুল হক চুমকু নিজ মোটরসাইকেল চালিয়ে বন্ধু মুস্তফা মোরশেদকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বাদামতল এলাকায় সড়কের মাঝখানে থাকা এক ভবঘুরে নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি গর্তে পড়ে উল্টে যায়। এতে বন্ধু মুস্তফা মোরশেদ সামান্য আহত হলেও ফজলুল হক চুমকু তখন বাহ্যিকভাবে অক্ষত ছিলেন।
দুর্ঘটনার পর তিনি রাত ৮টার দিকে বাড়ি ফিরে হঠাৎ অসুস্থ বোধ করেন এবং বমি বমি ভাব দেখা দেয়। স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলেও হাসপাতালে নেওয়ার আগেই রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, মোটরসাইকেল উল্টে সামান্য আহত হয়ে ফজলুল হক চুমকু বাড়ি ফিরে যান। কিছু সময় পর অসুস্থ বোধ করলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে কোনো পদ-পদবিতে না থাকলেও দলের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন ফজলুল হক ভাই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

