আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মসজিদে ধানের শীষে ভোট চাইলেন বিএনপির প্রার্থী

চট্টগ্রাম ব্যুরো

মসজিদে ধানের শীষে ভোট চাইলেন বিএনপির প্রার্থী

আচরণবিধি লঙ্ঘন করে মসজিদে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিনের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ জানুয়ারি) চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর জোহাদিয়া দরবার মসজিদে জুমার নামাজে আগত মুসল্লিদের উদ্দেশে তিনি বক্তব্য দেন। এতে তিনি নিজেকে এলাকাবাসীর সন্তান ও ভাই হিসেবে পরিচয় দিয়ে ধানের শীষ প্রতীক ফেরত পাওয়ার কথা বলেন। একই সঙ্গে তিনি উন্নয়ন, মানবকল্যাণ, ধর্মীয় আদর্শ ও আসন্ন নির্বাচনে তাকে ম্যান্ডেট দেওয়ার আহ্বান জানান।

ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫–এর বিধি ১৮ অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো ধরনের নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩ মিনিট ৩২ সেকেন্ডের একটি ভিডিওতে জসিম উদ্দিনকে বলতে শোনা যায়, ‘আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, জসিম উদ্দিন। আপনারা জানেন, আমাকে এই ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে। আমার মাধ্যমে আপনাদের কাছে এই প্রতীক ফিরে এসেছে। গত ২১ থেকে ২৩ বছর ধরে এই ধানের শীষ প্রতীকে কেউ ভোট দিতে পারেনি। আমি ওইদিকে যাব না।’

এ সময় তাকে আরো বলতে শোনা যায়, ‘আপনারা জানেন, গতবার উপজেলার চেয়ারম্যান নির্বাচনে দল-মতনির্বিশেষে বৃহত্তর চন্দনাইশের মানুষ সুষ্ঠু ভোটের মাধ্যমে আমাকে চেয়ারম্যান বানিয়েছেন। আমি আপনাদের কাছে আশা করব, আমি আপনাদের সন্তান হিসেবে এসেছি, সরকারি টাকা আত্মসাৎ করার জন্য না। আমি এসেছি মানুষের কল্যাণে কাজ করার জন্য, মানবকল্যাণে কাজ করার জন্য এবং অসহায়, গরিব, দুঃখী, মেহনতি মানুষের জন্য কাজ করাতে। আমি এসেছি মানুষের দুঃসময়ে তাদের পাশে থাকার জন্য, বিশেষ করে আমার বৃহত্তর চন্দনাইশবাসী এবং আংশিক সাতকানিয়াবাসীর পাশে থাকার জন্য ‘

তিনি আরো বলেন, ‘আমার দলের চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব যখন আমাকে এত বড় দায়িত্ব দিয়েছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই চন্দনাইশের উন্নয়ন থেকে শুরু করে যা যা কাজ করা দরকার, সব করতে পারি। আপনারা জানেন, আমি সুন্নি জামাতের সুন্নি মতাদর্শের লোক। আমার পরিবার, আমার আত্মীয়স্বজন—আমরা সবাই সুন্নি মতাদর্শের লোক। এই চন্দনাইশে ইনশাআল্লাহ আপনাদের সন্তান জসিমকে আপনারা ১২ তারিখে আপনাদের মূল্যবান ম্যান্ডেট দিন। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, এই চন্দনাইশে কোনো হানাহানি, কোনো প্রতিহিংসার রাজনীতি, কোনো মামলার রাজনীতি, কোনো দখলের রাজনীতি, কোনো সিন্ডিকেটের রাজনীতি—এগুলো ইনশাআল্লাহ আমি জসিম হতে দেব না।’

এ ব্যাপারে বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বক্তব্য রাখার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি কোন ভোট চাইনি। সবার কাছে দোয়া চেয়েছি। বিষয়টি আপনারা একটু পজিটিভভাবে লিখবেন।’

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং আসনটির সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাজিব হোসেন বলেন, ‘অভিযোগটি আমরা পেয়েছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন