আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাপের কামড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

সাপের কামড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিষধর সাপের কামড়ে মুনতহা মুনছুর মাহি (১১) নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে আনোয়ারা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

মাহি উপজেলার পরৈকৌড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ভিংরোল ইয়াসিন সওদাগরের বাড়ির প্রবাসী মনসুর উদ্দিনের বড় মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের চাচা মো. নাইম জানান, ‘ভোরে মাহি নামাজ পড়ে কোরআন শরিফ পড়ছিল। এরপর বাংলা বই নিতে গেলে হঠাৎ বিষধর সাপ কপালে কামড় দেয়। সঙ্গে সঙ্গে আমরা তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পথেই মারা যায় সে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন