আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফেনীতে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

ফেনীতে রেলে কাটা পড়ে, হোটেলে নাস্তা করা অবস্থায় ও গাছের নিচে চাপা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এরমধ্যে সকাল সাড়ে ৭টার দিকে ফেনী সদর উপজেলার ফাজিলপুর রেললাইন এলাকায় অজ্ঞাত এক যুবক রেলে কাটা পড়ে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ সদস্য মহসিন মিঞা।

বিজ্ঞাপন

এছাড়া ফেনী শহরের ইসলামপুর রোডের নাদিয়া হোটেলে নাস্তা করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান খালেদ মাহমুদ (৩০)। তিনি শহরের এসএসকে সড়কের সিঙ্গার সার্ভিস সেন্টারের কর্মচারী ছিলেন। তার বাড়ি দিনাজপুর জেলার রাজবাড়ি গ্রামের খাদেমুল ইসলামের ছেলে। নিহতের স্বজন আব্দুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে একই দিন দুপুরে জেলার সোনাগাজী উপজেলার ভোয়াগ গ্রামে গাছ কাটার সময় মোহাম্মদ মুসা (৩৪) নামে এক ব্যাক্তি গাছের নিচে চাপা পড়ে নিহত হন। নিহত মুসা পিরোজপুর জেলার ইন্দুরকানি থানার কালিদহ গ্রামের আব্দুল খালেকের ছেলে।

৩ জনের লাশই ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানিয়েছেন হাসপাতালের আরএমও ডা. সোহেব উদ্দিন নিলয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন