খাগড়াছড়ি ও গুইমারায় ১৪৪ ধারা প্রত্যাহার, জনজীবনে স্বস্তি

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৪: ৪৪

খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারা গতকাল রাতে প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার ভোর ৬টা থেকে তা কার্যকর হয়েছে। ৮ দিন বলবৎ থাকার পর গতকাল রাতে ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

প্রত্যাহারের আদেশে জেলা ম্যাজিস্ট্রেট উল্লেখ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং আইনশৃঙ্খলা বাহিনী থেকে প্রত্যাহারের চাহিদার পরিপ্রেক্ষিতে তিনি এ আদেশ জারি করেন। এতে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ঘর থেকে মানুষ বের হয়ে এসেছে। জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কেও যান চলাচল স্বাভাবিক হয়েছে। হাটবাজারে ক্রেতা বিক্রেতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে।

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর জুম্ম ছাত্র জনতার অবরোধ চলাকালে খাগড়াছড়ি সদর উপজেলা এলাকায় হামলা, ভাঙচুর ও সহিংস পরিস্থিতিতে দুপুর ২টা থেকে ১৪৪ জারি করা হয়েছিল। অন্যদিকে একই দিন বিকাল ৩টা থেকে গুইমারা উপজেলায়ও ১৪৪ ধারা জারি করা হয়। গুইমারা উপজেলায় পরদিন ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ সমাবেশকালে সংঘর্ষ ও সহিংস ঘটনায় ৩ জন নিহত, ১৩ সেনা সদস্যসহ পাহাড়ি বাঙালি অনেকে আহত হয়। এদিকে রাত ৯টায় গুইমারা উপজেলায়ও ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত