১০ লাখ চারা রোপণের ঘোষণা, লালদিঘিতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২১: ৪৭

চট্টগ্রাম নগরীর লালদিঘি মাঠে বুধবার শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষমেলা। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আয়োজিত এ মেলায় ৬১টি স্টলে মিলছে নানান প্রজাতির গাছের চারা।

বিজ্ঞাপন

প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি পরিবেশ রক্ষায় ১০ লাখ গাছ লাগানোর কর্মসূচি ঘোষণা করেন।

মেয়র বলেন, একসময় বাংলাদেশ ছিল বনভূমি ও সবুজ গাছে ভরপুর। কিন্তু অনিয়ন্ত্রিত দখল, পাহাড় উজাড় ও বন ধ্বংসের কারণে সবুজ আচ্ছাদন কমে গেছে। এ অবস্থা মোকাবিলায় সবাইকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিক সচিব আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমরসহ চসিকের বিভিন্ন বিভাগের প্রধান ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত