আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংঘবদ্ধ ডাকাতির চেষ্টা, ধারালো অস্ত্রসহ দুই ডাকাত আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সংঘবদ্ধ ডাকাতির চেষ্টা, ধারালো অস্ত্রসহ দুই ডাকাত আটক
ছবি: আমার দেশ।

কক্সবাজারের রামু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লামার পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশের একটি দল জানতে পারে যে কাউয়ারখোপ ইউনিয়নের লামার পাড়াস্থ চেয়ারম্যান বাড়ির পশ্চিমে মসজিদ পুকুর পাড় এলাকায় ১০ থেকে ১৫ জন ডাকাত সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এ সময় অভিযান চালিয়ে মেহেদী হাসান (২০) ও জসিম উদ্দিন (২২) নামে দুইজনকে আটক করা হয়।

আটক দু’জনের বাড়ি রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকায়। তারা হলো মৃত শফি আলমের ছেলে মেহেদী হাসান ও বাদশা মিয়ার ছেলে জসিম উদ্দিন।

অভিযানে ডাকাতদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ধারালো কিরিচ, ছুরি, দা, লোহার হাতুড়ি, চাইনিজ কুড়াল, তালা কাটার যন্ত্র, প্লাস ও চেইনযুক্ত লোহার বিশেষ যন্ত্র।

গ্রেপ্তার হওয়া দুই ডাকাতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন