লাকসাম রেলওয়ে জংশনের পরিত্যক্ত ভবনে মাদকের আখড়া

উপজেলা প্রতিনিধি, লাকসাম (কুমিল্লা)
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১৪: ৩১

চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালীর রেল সড়কের সংযুক্ত কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন। এ জংশনের আইডব্লিউ অফিস, আইডব্লিউ বাংলো, অডিটর হাউজ, রেস্ট হাউজ, কানুনগো অফিস, জিআরপি থানাসহ রেলওয়ের প্রায় ৩০০ কোয়ার্টার ডেমেজ ও নাজুক এবং পরিত্যক্ত ভবন মাদকের আখড়ায় পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

আইডব্লিউ বাংলো মাদকসেবীদের আখড়া ও মোমবাতি জ্বালিয়ে গাঁজা ইয়াবা সেবন ও হিরোইন সেবন করে। এবং কোয়ার্টারগুলো বসবাসের অনুপযোগী। কর্মকর্তা-কর্মচারী কেউ কেউ কোয়ার্টারে না থেকে অন্যত্র থাকছেন। কোয়াটারগুলো বেদখল হয়ে গেছে। কোয়ার্টারের ইট ও মূল্যবান যন্ত্রপাতি খুলে নিয়ে গেছে মানুষ। মানুষ না থাকায় এবং সংস্কার না করায় নষ্ট হয়ে গেছে কোয়ার্টারগুলো। এখানে কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য বহুতল ভবন প্রয়োজন। কিন্তু দেখার কেউ নেই।

এ বিষয়ে পূর্বাঞ্চলীয় রেলওয়ের বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) এ বি এম কামরুজ্জামান বলেন ইতিমধ্যে কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেল ডাবল লাইন উন্নত করা হয়েছে। লাকসামের কিছু ভবন ও কোয়াটারগুলো উন্নয়ন করে ব্যবহারের উপযোগী করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে লাকসাম রেলওয়ের উপ-সহকারী প্রকেশৗলী পুর্ত আইডব্লিউ শহিদুল ইসলাম বলেন, আমাদের কোয়ার্টারগুলোর অবস্থা নাজুক এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ ব্যাপারে লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক ভূঁইয়া বলেন, লাকসাম শতবর্ষের ঐতিহ্যবাহী রেলওয়ে জংশন। ভবন ও কোয়ার্টারগুলোর বিষয়ে আমাদের দপ্তর অবগত আছে। সময়মতো উন্নয়ন করবে। এছাড়া ইঞ্জিন ও কোচ সংকটের কারণে লাকসাম-নোয়াখালী রেলপথ এবং লাকসাম-চাঁদপুর লাইনে যাত্রীবাহী ট্রেনের চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। ট্রেনে মালামাল বুকিং করতে সাময়িকভাবে পারছে না মানুষ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত