লাকসাম রেলওয়ে জংশনের পরিত্যক্ত ভবনে মাদকের আখড়া

উপজেলা প্রতিনিধি, লাকসাম (কুমিল্লা)
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১৪: ৩১

চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালীর রেল সড়কের সংযুক্ত কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন। এ জংশনের আইডব্লিউ অফিস, আইডব্লিউ বাংলো, অডিটর হাউজ, রেস্ট হাউজ, কানুনগো অফিস, জিআরপি থানাসহ রেলওয়ের প্রায় ৩০০ কোয়ার্টার ডেমেজ ও নাজুক এবং পরিত্যক্ত ভবন মাদকের আখড়ায় পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

আইডব্লিউ বাংলো মাদকসেবীদের আখড়া ও মোমবাতি জ্বালিয়ে গাঁজা ইয়াবা সেবন ও হিরোইন সেবন করে। এবং কোয়ার্টারগুলো বসবাসের অনুপযোগী। কর্মকর্তা-কর্মচারী কেউ কেউ কোয়ার্টারে না থেকে অন্যত্র থাকছেন। কোয়াটারগুলো বেদখল হয়ে গেছে। কোয়ার্টারের ইট ও মূল্যবান যন্ত্রপাতি খুলে নিয়ে গেছে মানুষ। মানুষ না থাকায় এবং সংস্কার না করায় নষ্ট হয়ে গেছে কোয়ার্টারগুলো। এখানে কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য বহুতল ভবন প্রয়োজন। কিন্তু দেখার কেউ নেই।

এ বিষয়ে পূর্বাঞ্চলীয় রেলওয়ের বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) এ বি এম কামরুজ্জামান বলেন ইতিমধ্যে কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেল ডাবল লাইন উন্নত করা হয়েছে। লাকসামের কিছু ভবন ও কোয়াটারগুলো উন্নয়ন করে ব্যবহারের উপযোগী করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে লাকসাম রেলওয়ের উপ-সহকারী প্রকেশৗলী পুর্ত আইডব্লিউ শহিদুল ইসলাম বলেন, আমাদের কোয়ার্টারগুলোর অবস্থা নাজুক এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ ব্যাপারে লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক ভূঁইয়া বলেন, লাকসাম শতবর্ষের ঐতিহ্যবাহী রেলওয়ে জংশন। ভবন ও কোয়ার্টারগুলোর বিষয়ে আমাদের দপ্তর অবগত আছে। সময়মতো উন্নয়ন করবে। এছাড়া ইঞ্জিন ও কোচ সংকটের কারণে লাকসাম-নোয়াখালী রেলপথ এবং লাকসাম-চাঁদপুর লাইনে যাত্রীবাহী ট্রেনের চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। ট্রেনে মালামাল বুকিং করতে সাময়িকভাবে পারছে না মানুষ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

শিক্ষার্থীর মাথা ফাটানো ঘটনা নিয়ে যা বললেন পরীমনি

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

৩০ বছরের জন্য বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে যাচ্ছে লালদিয়া কনটেইনার টার্মিনাল

বাঁশখালীতে বিয়ের ১৫ দিন না যেতেই স্বামীর হাতে নববধূ খুন

বেসরকারি স্কুল-বিশ্ববিদ্যালয়ে ক্লাশ-পরীক্ষা নিয়ে বিভ্রান্তি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত