উপজেলা প্রতিনিধি, লাকসাম (কুমিল্লা)
চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালীর রেল সড়কের সংযুক্ত কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন। এ জংশনের আইডব্লিউ অফিস, আইডব্লিউ বাংলো, অডিটর হাউজ, রেস্ট হাউজ, কানুনগো অফিস, জিআরপি থানাসহ রেলওয়ের প্রায় ৩০০ কোয়ার্টার ডেমেজ ও নাজুক এবং পরিত্যক্ত ভবন মাদকের আখড়ায় পরিণত হয়েছে।
আইডব্লিউ বাংলো মাদকসেবীদের আখড়া ও মোমবাতি জ্বালিয়ে গাঁজা ইয়াবা সেবন ও হিরোইন সেবন করে। এবং কোয়ার্টারগুলো বসবাসের অনুপযোগী। কর্মকর্তা-কর্মচারী কেউ কেউ কোয়ার্টারে না থেকে অন্যত্র থাকছেন। কোয়াটারগুলো বেদখল হয়ে গেছে। কোয়ার্টারের ইট ও মূল্যবান যন্ত্রপাতি খুলে নিয়ে গেছে মানুষ। মানুষ না থাকায় এবং সংস্কার না করায় নষ্ট হয়ে গেছে কোয়ার্টারগুলো। এখানে কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য বহুতল ভবন প্রয়োজন। কিন্তু দেখার কেউ নেই।
এ বিষয়ে পূর্বাঞ্চলীয় রেলওয়ের বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) এ বি এম কামরুজ্জামান বলেন ইতিমধ্যে কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেল ডাবল লাইন উন্নত করা হয়েছে। লাকসামের কিছু ভবন ও কোয়াটারগুলো উন্নয়ন করে ব্যবহারের উপযোগী করার পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে লাকসাম রেলওয়ের উপ-সহকারী প্রকেশৗলী পুর্ত আইডব্লিউ শহিদুল ইসলাম বলেন, আমাদের কোয়ার্টারগুলোর অবস্থা নাজুক এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ ব্যাপারে লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক ভূঁইয়া বলেন, লাকসাম শতবর্ষের ঐতিহ্যবাহী রেলওয়ে জংশন। ভবন ও কোয়ার্টারগুলোর বিষয়ে আমাদের দপ্তর অবগত আছে। সময়মতো উন্নয়ন করবে। এছাড়া ইঞ্জিন ও কোচ সংকটের কারণে লাকসাম-নোয়াখালী রেলপথ এবং লাকসাম-চাঁদপুর লাইনে যাত্রীবাহী ট্রেনের চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। ট্রেনে মালামাল বুকিং করতে সাময়িকভাবে পারছে না মানুষ।
চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালীর রেল সড়কের সংযুক্ত কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন। এ জংশনের আইডব্লিউ অফিস, আইডব্লিউ বাংলো, অডিটর হাউজ, রেস্ট হাউজ, কানুনগো অফিস, জিআরপি থানাসহ রেলওয়ের প্রায় ৩০০ কোয়ার্টার ডেমেজ ও নাজুক এবং পরিত্যক্ত ভবন মাদকের আখড়ায় পরিণত হয়েছে।
আইডব্লিউ বাংলো মাদকসেবীদের আখড়া ও মোমবাতি জ্বালিয়ে গাঁজা ইয়াবা সেবন ও হিরোইন সেবন করে। এবং কোয়ার্টারগুলো বসবাসের অনুপযোগী। কর্মকর্তা-কর্মচারী কেউ কেউ কোয়ার্টারে না থেকে অন্যত্র থাকছেন। কোয়াটারগুলো বেদখল হয়ে গেছে। কোয়ার্টারের ইট ও মূল্যবান যন্ত্রপাতি খুলে নিয়ে গেছে মানুষ। মানুষ না থাকায় এবং সংস্কার না করায় নষ্ট হয়ে গেছে কোয়ার্টারগুলো। এখানে কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য বহুতল ভবন প্রয়োজন। কিন্তু দেখার কেউ নেই।
এ বিষয়ে পূর্বাঞ্চলীয় রেলওয়ের বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) এ বি এম কামরুজ্জামান বলেন ইতিমধ্যে কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেল ডাবল লাইন উন্নত করা হয়েছে। লাকসামের কিছু ভবন ও কোয়াটারগুলো উন্নয়ন করে ব্যবহারের উপযোগী করার পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে লাকসাম রেলওয়ের উপ-সহকারী প্রকেশৗলী পুর্ত আইডব্লিউ শহিদুল ইসলাম বলেন, আমাদের কোয়ার্টারগুলোর অবস্থা নাজুক এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ ব্যাপারে লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক ভূঁইয়া বলেন, লাকসাম শতবর্ষের ঐতিহ্যবাহী রেলওয়ে জংশন। ভবন ও কোয়ার্টারগুলোর বিষয়ে আমাদের দপ্তর অবগত আছে। সময়মতো উন্নয়ন করবে। এছাড়া ইঞ্জিন ও কোচ সংকটের কারণে লাকসাম-নোয়াখালী রেলপথ এবং লাকসাম-চাঁদপুর লাইনে যাত্রীবাহী ট্রেনের চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। ট্রেনে মালামাল বুকিং করতে সাময়িকভাবে পারছে না মানুষ।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
১২ মিনিট আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
৩৯ মিনিট আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
১ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২ ঘণ্টা আগে