রাঙামাটির কাপ্তাইয়ে তিন দিনব্যাপী তারুণ্যের মেলা শুরু হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে কাপ্তাই কর্ণফুলি সরকারি কলেজ মাঠে এর আয়োজন করে উপজেলা প্রশাসন।
সোমবার বিকেলে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। এর আগে, বর্ণাঢ্য র্যালি হয়।
উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্য্যের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা এনামুল হক, কাপ্তাই থানার ওসি মো মাসুদ, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশিদ প্রমুখ।
মেলায় ৩০টি স্টল রয়েছে। এছাড়া শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।

