চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ প্লাটিনাম সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়েছে।
মঙ্গলবার ভোর ছয়টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের তল্লাশি করে এসব পণ্য জব্দ করে কাস্টমস ও এনএসআই টিম।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল৷
তিনি জানান, ইউএস-বাংলা এয়ারলাইনসে আবুধাবি থেকে আসা (ফ্লাইট BS-350) দুই যাত্রীকে ইমিগ্রেশন শেষে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছে ১৯০ কার্টন প্লাটিনাম সিগারেট, ১৯০ কার্টন (৯২০ পিস) আমদানি নিষিদ্ধ পাকিস্তানি ডিউ ক্রিম পাওয়া যায়।
এসব পণ্যের মূল্য ৯ লাখ ৮৭ হাজার টাকা। পরে যাত্রী নূর নবী ও মো. মিজানুর রহমানকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

