আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পটিয়ায় সৈনিক লীগের সেক্রেটারী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

পটিয়ায় সৈনিক লীগের সেক্রেটারী গ্রেপ্তার
ছবি: আমার দেশ।

চট্টগ্রামের পটিয়ায় উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক নাছির মিঞা(৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলা শান্তিরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাছির উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নং ওয়ার্ডের মৃত দিলু মিয়ার ছেলে।

জানা যায়, নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তৎপরতা চালাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ নিয়মিত অভিযান শুরু করে। তারই ধারাবাহিকতায় ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে নাছির মিঞাকে শান্তিরহাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পটিয়া থানায় বিস্ফোরক আইনের মামলা রয়েছে।

বিজ্ঞাপন

পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জানান, গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলা মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন