চট্টগ্রামে শীত আসার সঙ্গে সঙ্গেই শিশুদের ঠান্ডাজনিত ও শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোতে এখন রোগীর চাপ আর চাপ। হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টার দুইটি শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৪৬৬ জন রোগী। এর মধ্যে নতুন ভর্তি ৬২ জন এবং মৃত্যুবরণ করেছে দুই শিশু। ভর্তি রোগীদের মধ্যে বড় অংশই শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত। শুধু ব্রঙ্কোপনিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে ১৪৭ শিশু, যা মোট রোগীর প্রায় অর্ধেকেরও বেশি। ইউনিট–১-এ ৪২ জন, ইউনিট–২-এ ৪৬ জন এবং ইউনিট–৩-এ রয়েছে ৬৮ জন। শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র (পিআইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছে আরও ৬ শিশু। গত ৭ দিনে ভর্তি হয়েছে ১ হাজার ১৫ জন নিউমোনিয়ায় আক্রান্ত শিশু।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ওয়ার্ড–৮-এ ভর্তি হয়েছে ১১৪ জন, ওয়ার্ড–৯-এ ১৬৪ জন, পিআইসিইউ-তে ২০ জন এবং স্কেনইউ–তে রয়েছে ১৬৮ জন রোগী। ওয়ার্ড–৮ এবং পিআইসিইউ—দুই জায়গাতেই একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শীতের প্রকোপ বাড়ায় মেডিসিন ওয়ার্ডেও বয়স্ক ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
শিশু বিষেশজ্ঞরা জানান, শীতজনিত জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, মেনিনজাইটিস, মেনিনগোএনসেফালাইটিস, তীব্র ডায়রিয়া, হেমোলাইটিক অ্যানিমিয়া, ডেঙ্গু ও এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোমসহ জটিল রোগে ভর্তির সংখ্যাও বাড়ছে। পাশাপাশি প্যারাসিটামল ও টেট্রাসল সেবনজনিত বিষক্রিয়ায় বর্তমানে অন্তত ৫ শিশু চিকিৎসাধীন রয়েছে।
এদিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডা. শারমিন আলম জানান, তাদের হাসপাতালে প্রতিদিন ৩১০–৩২০ শিশু নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়। এর মধ্যে অধিকাংশই ৫ বছরের নিচের শিশু। তিনি বলেন, ‘শীতকালে নিউমোনিয়ার প্রকোপ বেশি থাকে। যেসব শিশুর টিকা নেওয়ার বয়স হয়েছে, তাদের দ্রুত নিউমোনিয়া টিকা দিতে হবে।’
চমেক হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. মোহাম্মদ মূসা খান বলেন, শীত শুরু হলেই শিশুদের ঠান্ডাজনিত রোগ, বিশেষ করে শ্বাসতন্ত্রের জটিলতা দ্রুত বেড়ে যায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো শিশুকে চিকিৎসা ছাড়াই ফিরিয়ে দিচ্ছে না। তিনি আরও জানান, এবার নিউমোনিয়ার হার বেশ উদ্বেগজনক। অভিভাবকরা যদি সময়মতো চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন, তাহলে অধিকাংশ শিশু দ্রুত সেরে ওঠে।

