আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের স্বাধীনতা দিবস পালিত

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের স্বাধীনতা দিবস পালিত
ছবি: আমার দেশ।

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-১ (ওয়েস্ট) এর ই/০৬ ব্লকের মফিজের মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

রোহিঙ্গা সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর)-এর উদ্যোগে আয়োজিত এই সমাবেশে উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে হাজার হাজার রোহিঙ্গা অংশগ্রহণ করেন। সমাবেশে ইউসিআরের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ক্যাম্পের মাঝি, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ রোহিঙ্গারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ব্রিটিশ শাসন থেকে মিয়ানমারের স্বাধীনতা অর্জনের ইতিহাস তুলে ধরেন। একই সঙ্গে তারা ২০১৭ ও ২০২৪ সালে মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির বর্বরতায় রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যা, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরেন।

সমাবেশে ইউসিআর নেতৃবৃন্দ জানান, রোহিঙ্গাদের ন্যায্য অধিকার আদায় এবং মাতৃভূমিতে প্রত্যাবাসনের লক্ষ্যে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, রোহিঙ্গাদের নাগরিক অধিকার স্বীকৃতি দিয়ে কার্যকর ও টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করার জন্য।

বক্তারা বলেন, আমরা আমাদের আরাকানে ফিরে যেতে চাই। আমরা আমাদের রাষ্ট্র মিয়ানমারে ফিরে যেতে চাই। আমরা আর শরণার্থী হয়ে থাকতে চাই না। বাংলাদেশ আমাদের অনেক সহযোগিতা করেছে, এবার আমরা আমাদের জন্মভূমি মিয়ানমারে ফিরতে চাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন