টেকনাফে অস্ত্র ঠেকিয়ে দুই কৃষকসহ ৩ জনকে অপহরণ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ৩০

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় অস্ত্র দেখিয়ে দুই কৃষকসহ তিনজনকে অপহরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে টেকনাফের বাহারছড়া চৌকিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃতরা পাহাড়ের পাশে নিজেদের কৃষি জমিতে কাজ করার সময় তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

অপহৃতরা হলেন বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার বাসিন্দা মো. আবদুল্লাহর ছেলে মো. আলী (৩২), একই এলাকার কালো সওদাগরের ছেলে ভুট্টো (৪৫) এবং আনোয়ার হোসেনের ছেলে হন্যায়া (১৪)। অপহৃতদের মধ্যে দুজন কৃষক এবং একজন রাখাল।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। অপহরণকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধরে নিয়ে যায়।

কক্সবাজার জেলা পুলিশ এবং ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত সাড়ে ১৮ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৬৩ জনকে অপহরণ করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত