আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভালো সরকার আশা করি, খারাপের জন্যও প্রস্তুত থাকতে হবে: ধর্ম উপদেষ্টা

জেলা প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম

ভালো সরকার আশা করি, খারাপের জন্যও প্রস্তুত থাকতে হবে: ধর্ম উপদেষ্টা
ছবি: আমার দেশ।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে দেশের জন্য একটি ঐতিহাসিক ক্ষণ আখ্যা দিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা সবাই ভালো সরকারের আশা করব, তবে বাস্তবতা হলো—সরকার ভালোও হতে পারে, খারাপও হতে পারে। আমাদের কাঙ্ক্ষিত সরকার নাও আসতে পারে। সেজন্য ভালো আশা করার পাশাপাশি খারাপের জন্যও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় শতবর্ষী প্রাচীন সাতকানিয়া আদালতের অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ধর্ম উপদেষ্টা বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ আবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা আশাবাদী, উৎসবমুখর পরিবেশে বহুদিন পর এ দেশের মানুষ অবাধভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। নির্বাচন শেষে যারা নির্বাচিত হয়ে আসবেন, তাদের হাতেই সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।

নির্বাচন-পরবর্তী বাস্তবতা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আগামী দিন সুন্দর হবে—এটাই আমাদের প্রত্যাশা। তবে মনে রাখতে হবে, সব সময় প্রত্যাশা অনুযায়ী সরকার নাও আসতে পারে। তাই দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের সবাইকে ধৈর্যশীল ও সচেতন থাকতে হবে।

আইনের শাসনের গুরুত্ব তুলে ধরে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, যেখানে আইনের শাসন অনুপস্থিত থাকে, সেখানে ‘মব জাস্টিস কালচার’ তৈরি হয়। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। বিচারব্যবস্থাকে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে সরকার নিরলসভাবে কাজ করছে। আদালতের অবকাঠামো উন্নয়ন সেই ধারাবাহিক উদ্যোগেরই অংশ।

সাতকানিয়া আদালতের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা জানান, শতবর্ষী এই আদালত ভবনের অবকাঠামোতে আমূল পরিবর্তন আনা হবে। পুরনো ভবনের জায়গায় একটি আধুনিক মাল্টিস্টোরেড আদালত ভবন নির্মাণ করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে তিনি সংশ্লিষ্ট আর্কিটেক্টদের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আইনজীবী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...