জেলা প্রতিনিধি, কুমিল্লা দক্ষিণ
কুমিল্লা লালমাই উপজেলা কমপ্লেক্স ভবনের কক্ষ বরাদ্দ নিয়ে নিয়মবহির্ভূত বক্তব্য প্রদানের জন্য উপজেলা প্রকৌশলী সাবরীন জাহানকে কারণ দর্শানো (শোকজ) নোটিস পাঠিয়েছে অতিরিক্ত প্রধান প্রকৌশলী, এলজিইডি, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।
লালমাই উপজেলা পরিষদ ভবনের কক্ষ বরাদ্দের বিষয়ে স্থানীয় পত্রিকার সাংবাদিক প্রকৌশলীকে সাবরীন প্রশ্ন করলে তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসার বরাদ্দ কমিটির সভাপতি হলেও সদস্য সচিব হিসেবে কক্ষ বরাদ্দ করব আমি, উপজেলা নির্বাহী অফিসার অনুমোদন দিবেন। এ মর্মে প্রকৌশলী নিয়মবহির্ভূত বক্তব্য দিয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় এলজিইডি তথা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
এ বিষয়ে গত বুধবার প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়া স্বাক্ষরিত একটি শোকজ নোটিসে আগামী সাত কর্ম দিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলেছেন এলজিইডি, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।
উল্লেখ্য, কুমিল্লার সর্বশেষ উপজেলা লালমাই। ২০১৭ সালে এই উপজেলাটির সৃষ্টি। সে সময় ভাড়া করা ভবনে কার্যক্রম চালু হয়। জেলায় এটা ছিল ১৭ নম্বর উপজেলা। সম্প্রতি ভাড়া বাসা থেকে সরকারি নতুন ভবনে প্রশাসনিক কার্যক্রম শুরুর আগে কক্ষের বরাদ্দ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের পরও উপজেলা প্রকৌশলীর অসন্তোষের কারণে স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটার অভিযোগ উঠেছে।
সরেজমিনে ঘুরে পাওয়া তথ্যে জানা যায়, লালমাই উপজেলাটি প্রতিষ্ঠার পর গত কিছুদিন আগে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদ সংলগ্ন ফতেহপুর মৌজায় চারতলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্সটি নির্মাণ হয়। যেখানে মোট ৫৩টি কক্ষ রয়েছে।
পবিত্র ঈদুল আজহার পর গত ১৯ জুন উপজেলা নির্বাহী অফিসার পরিষদের কর্মকর্তাদের নিয়ে কক্ষ বরাদ্দ সংক্রান্ত একটি মিটিং করে। সেখানে পরিবার পরিকল্পনা, সমাজসেবা, প্রতিবন্ধী ও বিভিন্ন দুস্থ মানুষের নিরাপদ সেবার কথা চিন্তা করে তিন তলায় ইউএনও নিজের অফিস কক্ষ বরাদ্দ রাখেন। যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। কিন্তু উপজেলা প্রকৌশলীর দাবি তিনতলা তার অফিসের জন্য বরাদ্দ।
এ নিয়ে প্রকৌশলী ক্ষোভ প্রকাশের পাশাপাশি নির্বাহী কর্মকর্তার কক্ষ ছাড়া অন্যান্য ছয়টি কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী সাবরিন জাহান বলেন, সাতটি কক্ষ আমার দপ্তরের জন্য চূড়ান্ত করে তালাবদ্ধ করে রেখেছিলাম।
কুমিল্লা লালমাই উপজেলা কমপ্লেক্স ভবনের কক্ষ বরাদ্দ নিয়ে নিয়মবহির্ভূত বক্তব্য প্রদানের জন্য উপজেলা প্রকৌশলী সাবরীন জাহানকে কারণ দর্শানো (শোকজ) নোটিস পাঠিয়েছে অতিরিক্ত প্রধান প্রকৌশলী, এলজিইডি, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।
লালমাই উপজেলা পরিষদ ভবনের কক্ষ বরাদ্দের বিষয়ে স্থানীয় পত্রিকার সাংবাদিক প্রকৌশলীকে সাবরীন প্রশ্ন করলে তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসার বরাদ্দ কমিটির সভাপতি হলেও সদস্য সচিব হিসেবে কক্ষ বরাদ্দ করব আমি, উপজেলা নির্বাহী অফিসার অনুমোদন দিবেন। এ মর্মে প্রকৌশলী নিয়মবহির্ভূত বক্তব্য দিয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় এলজিইডি তথা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
এ বিষয়ে গত বুধবার প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়া স্বাক্ষরিত একটি শোকজ নোটিসে আগামী সাত কর্ম দিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলেছেন এলজিইডি, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।
উল্লেখ্য, কুমিল্লার সর্বশেষ উপজেলা লালমাই। ২০১৭ সালে এই উপজেলাটির সৃষ্টি। সে সময় ভাড়া করা ভবনে কার্যক্রম চালু হয়। জেলায় এটা ছিল ১৭ নম্বর উপজেলা। সম্প্রতি ভাড়া বাসা থেকে সরকারি নতুন ভবনে প্রশাসনিক কার্যক্রম শুরুর আগে কক্ষের বরাদ্দ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের পরও উপজেলা প্রকৌশলীর অসন্তোষের কারণে স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটার অভিযোগ উঠেছে।
সরেজমিনে ঘুরে পাওয়া তথ্যে জানা যায়, লালমাই উপজেলাটি প্রতিষ্ঠার পর গত কিছুদিন আগে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদ সংলগ্ন ফতেহপুর মৌজায় চারতলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্সটি নির্মাণ হয়। যেখানে মোট ৫৩টি কক্ষ রয়েছে।
পবিত্র ঈদুল আজহার পর গত ১৯ জুন উপজেলা নির্বাহী অফিসার পরিষদের কর্মকর্তাদের নিয়ে কক্ষ বরাদ্দ সংক্রান্ত একটি মিটিং করে। সেখানে পরিবার পরিকল্পনা, সমাজসেবা, প্রতিবন্ধী ও বিভিন্ন দুস্থ মানুষের নিরাপদ সেবার কথা চিন্তা করে তিন তলায় ইউএনও নিজের অফিস কক্ষ বরাদ্দ রাখেন। যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। কিন্তু উপজেলা প্রকৌশলীর দাবি তিনতলা তার অফিসের জন্য বরাদ্দ।
এ নিয়ে প্রকৌশলী ক্ষোভ প্রকাশের পাশাপাশি নির্বাহী কর্মকর্তার কক্ষ ছাড়া অন্যান্য ছয়টি কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী সাবরিন জাহান বলেন, সাতটি কক্ষ আমার দপ্তরের জন্য চূড়ান্ত করে তালাবদ্ধ করে রেখেছিলাম।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
৩১ মিনিট আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
১ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
১ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২ ঘণ্টা আগে