যাত্রীর ফেলে যাওয়া ১৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন অটোচালক

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১৬: ৪৯

সততার অনন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লার অটোরিকশা চালক অনিক। যাত্রীর ফেলে যাওয়া ব্যাগে থাকা প্রায় ১৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন কুমিল্লা নগরীর চৌধুরী পাড়ার বাসিন্দা অনিক।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। একজন অভিভাবক সন্তানকে স্কুলে দিয়ে অটোরিকশায় টাকা ভর্তি ব্যাগ রেখে নেমে যান। কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পেরে তিনি ফিরে এসে অটোরিকশাটিকে আর দেখতে পাননি। এরপর প্রায় ৩০-৪০ মিনিট পর ওই যাত্রী অবাক হয়ে দেখেন, একই অটোরিকশাচালক নিজেই তার বাসার আশপাশে এসে খুঁজছেন যাত্রীকে। অটোরিকশা যাত্রী চালককে দেখে তার কাছে যান। তখন অটোরিকশা চালক ব্যাগটি যাত্রীকে ফেরত দেন।

বিজ্ঞাপন

অনিক জানান, ব্যাগে এত টাকা দেখে আমি প্রথমেই বাবাকে কল দেই। তিনি বললেন, ‘যার জিনিস, তাকে খুঁজে দিয়ে আয়। হারাম টাকা নিয়ে বাঁচতে চাই না।’ আমি এরপর ওই এলাকায় গিয়ে ব্যাগের মালিককে খুঁজে পাই।

জানা যায়, অনিকের বাবা নিজেও একজন অটোরিকশা চালক। তাদের পরিবারে সততা ও নৈতিকতার চর্চা বহুদিনের। আর তাই ১৫ লাখ টাকার মতো বড় অঙ্কের অর্থ পাওয়ার পরও এক মুহূর্তের জন্যও লোভ স্পর্শ করেনি অনিককে।

অটোরিকশার যাত্রী স্বর্ণ ব্যবসায়ী মরণ শীল বলেন, সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে যাওয়ার সময় ব্যবসার কাজের জন্য ১৫ লাখ টাকাসহ ব্যাগটি সঙ্গে নিয়ে বের হয়েছিলাম। কিন্তু রিকশা (ইজিবাইক) থেকে নামার সময় ব্যাগটি ভুলে রয়ে যায়। কিন্তু স্কুল থেকে ফিরে যখন দেখি চালক ও রিকশা কোনোটাই সেখানে নেই, তখন খুব টেনশনে পড়ে যাই। অনেক খুঁজেও তাকে না পেয়ে বাসায় ফিরতে শুরু করি। কিন্তু বাসার কাছে এসে দেখি সে (চালক) দাঁড়িয়ে আছে। আমাকে পেয়ে সে টাকা বুঝিয়ে দিয়েছে।

তিনি আরো বলেন, তিনি যে কাজটি করেছেন, তা একেবারেই বিরল ঘটনা। সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত। নিঃসন্দেহে সে একজন সৎ মানুষ। অন্যের টাকার প্রতি তার কোনো লোভ নেই। পৃথিবীতে এ ধরনের মানুষ এখনো আছে বলেই পৃথিবী সুন্দর। এমন মানুষদের সম্মান জানানো আমাদের দায়িত্ব।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত