খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ২৮ সেপ্টেম্বর রামসু বাজারের ঘটনায় নিহত ৩ পাহাড়ি যুবকের লাশ ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।
রাতেই শোকাহত পরিবারের সদস্য ও এলাকাবাসী নিহতদের দাহক্রিয়া সম্পন্ন করেছে। থোয়াইচিং মারমা (২৫), পিতা হ্লাচাই মারমাকে বটতলাপাড়া, আখ্র মারমা (২৪), পিতা আপ্রু মারমাকে সাইংগুলিপাড়া, আথুই প্রু মারমা (২৬), পিতা থোয়াইহ্লাঅং মারমাকে লিচু বাগানে দাহ করা হয়েছে। নিহত তিনজনের বাড়ি গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়নে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল চৌধুরী জানান, রাত সাড়ে দশটায় স্বজনদের কাছে নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে। রাতেই নিহতদের দাহক্রিয়া সম্পন্ন করা হয়।

