আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাইমচরে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী আটক

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

হাইমচরে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী আটক

চাঁদপুরের হাইমচরে এক পৈশাচিক ঘটনায় নিজ স্বামীর হাতে খুন হয়েছেন সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কাকলি বেগম। রোববার (২৩ নভেম্বর) বিকেলে ৪নং নীলকমল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রাঢ়ী কান্দি এলাকায় ধানক্ষেতের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘাতক স্বামী জহিরুলকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আটকের পর স্বামী জহিরুল স্বীকার করেন, স্ত্রীর গর্ভের সন্তানটি তার নয় এমন সন্দেহে এবং তার 'অনৈতিক কর্মকাণ্ড' মেনে নিতে না পারায় স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যা করেছেন।

নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান মনির শিকদারের মাধ্যমে খবর পেয়ে ঈশানবালা বাহেরচর পুলিশ ফাঁড়ির এসআই কবিরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লাশ উদ্ধার করে এবং জহিরুলকে আটক করে।

হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহআলম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘাতক স্বামীকে আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে। চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত কাকলি বেগমের পরিবার ঘাতক জহিরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। এই ঘটনায় নীলকমল এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...