আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর দুই ইউপিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান

উপজেলা প্রতি‌নি‌ধি, কুতুব‌দিয়া (কক্সকাজার)
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১০: ৪০
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১১: ০০

কুতুব‌দিয়ায় অব‌শেষে কৈয়ার‌বিল ও আলী আকবর ডেইল ইউনিয়ন প‌রিষ‌দে ভারপ্রাপ্ত চেয়ারম‌্যানের দা‌য়িত্ব দেয়া হলো দুই প‌্যা‌নেল চেয়ারম‌্যান‌কে। র‌বিবার কক্সবাজার জেলা প্রশাস‌কের কার্যালয় থে‌কে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হ‌য়ে‌ছে ব‌লে সং‌শ্লিষ্ট প‌রিষদ সূত্র জা‌নি‌য়েছে।

বিজ্ঞাপন

গত ফেব্রুয়া‌রি থে‌কে কৈয়ার‌বিল ইউপি চেয়ারম‌্যান আজমগীর মাতবর ও আলী আকবর ডেইল ইউপি চেয়ারম‌্যান মোহাম্মদ জাহাঙ্গীর সিকদার প‌রিষ‌দে অনুপ‌স্থিত র‌য়ে‌ছেন। স্থানীয় আওয়ামী লী‌গের এই দুই নেতার (চেয়ারম‌্যান) লাপাত্তার বিষ‌য়ে দৈ‌নিক আমার দে‌শে একটি রিপোর্ট প্রকাশ হওয়ার পর উপ‌জেলা ও জেলা প্রশাসন সিদ্ধা‌ন্তে আসেন। উভয় প‌রিষ‌দের ইউপি সদস‌্যরা রেজুলেশন সহকা‌রে জেলা প্রশাসক‌কে লি‌খিতভা‌বে জানান।

কৈয়ার‌বিল ইউপির প‌্যা‌নেল চেয়ারম‌্যান শ‌ফিউল আলম জানান, চেয়ারম‌্যান প্রায় ৬ মাস অনুপ‌স্থিত থাকায় ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান হি‌সে‌বে তা‌কে দা‌য়িত্ব পাল‌নের এক‌টি অর্ডার হয়ে‌ছে রোববার। লি‌খিত অর্ডার নির্বা‌হী অফিসার পে‌লে তার মাধ‌্যমে দ‌া‌য়িত্ব বু‌ঝে নি‌তে পার‌বেন।

ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান হি‌সে‌বে ম‌নোনীত কৈয়া‌রবিল ইউপির শ‌ফিউল আলম ইউনিয়ন বিএন‌পির সভাপ‌তি ও আলী আকবর ডেইল ইউপির ম‌নোনীত ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান ইউনিয়ন বিএন‌পির সাধারণ সম্পাদক ব‌লে জানা গে‌ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত