আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কক্সবাজার সমুদ্র উপকূলে আবারো ভেসে এলো মৃত ডলফিন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজার সমুদ্র উপকূলে আবারো ভেসে এলো মৃত ডলফিন

কক্সবাজার সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে মৃত ডলফিন। এ নিয়ে গত ৫ দিনে অন্তত দুইটি মৃত ডলফিন ভেসে এসেছে। ভেসে আসা দুটি ডলফিনের শরীরেই আঘাতের চিহ্ন দেখা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার সকালেও একটি মৃত ডলফিন ভেসে এসে উখিয়ার মনখালী সমুদ্র সৈকতের বালিয়াড়িতে আটকা পড়ে।

সুত্র বলছে, ভেসে আসা মৃত ডলফিনটি ‘ইরাবতী ডলফিন’, যার বৈজ্ঞানিক নাম অরকায়েলা ব্রেভিরোস্ট্রিস। এই প্রজাতির ডলফিন সাধারণত সমুদ্রের উপকূলীয় এলাকা ও নদীর মোহনায় বিচরণ করে।

স্থানীয়রা জানিয়েছেন, রোববার সকাল থেকেই বড় আকৃতির মৃত ডলফিনটি সৈকতের বালিয়াড়িতে পড়ে থাকতে দেখেছেন তারা। ডলফিনটির শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। তাদের মতে, সোমবার সকাল পর্যন্তও সেটি ওই স্থানেই পড়েছিল।

প্রসঙ্গত, ইতোপূর্বে বৃহস্পতিবারও (১৮ ডিসেম্বর) টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী সমুদ্র সৈকতে আরেকটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছিল। সেটির শরীরেও নানা স্থানে আঘাতের চিহ্ন ছিল।

ধারণা করা হচ্ছে, জেলেদের জালে আটকা পড়ে ডলফিন গুলো মারা যাচ্ছে। পরে ওই সব ডলফিন সমুদ্র উপকূলে ভেসে আসছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন