আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জারিয়া লোকাল ট্রেন চালুর দাবিতে লংমার্চ ঘোষণা

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

জারিয়া লোকাল ট্রেন চালুর দাবিতে লংমার্চ ঘোষণা

জারিয়া-ময়মনসিংহ রেলপথে জারিয়া লোকাল ট্রেন চালুর দাবিতে লংমার্চ ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নেত্রকোনার পূর্বধলা রেলস্টেশনে এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করে ‘পূর্বধলা সম্মিলিত সামাজিক স্বেচ্ছাসেবী ঐক্যজোট’।

বিজ্ঞাপন

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৯টায় পূর্বধলা উপজেলা সদরের হেলিপ্যাড মাঠ থেকে লংমার্চ শুরু হয়ে জেলা প্রশাসকের (ডিসি) অফিসে গিয়ে শেষ হবে। লংমার্চে অংশ নিতে মোটরসাইকেল, অটো, ভ্যান, পিকআপ ও ট্রাকসহ যেকোনো বাহন নিয়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

সমাবেশে বক্তব্য রাখেন, রেডলাইন সভাপতি ইমতিয়াজ আহমেদ সজিব, সাধারণ সম্পাদক সাকিব আব্দুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক তুষার দও, এসি ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক, বাট্টা বাদ্রারস ক্লাবের সভাপতি শাহরিয়ার আল নোমান, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ, মঙ্গলবাড়ি যুব সংঘের সভাপতি মোহাম্মদ আলী ছিদ্দিকী তুরাগ, সাধারণ সম্পাদক ইকবাল কবির পিয়াস, বৈষম্য আন্দোলনের ছাত্রনেতা ফুয়াদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল শিকদার, যুবদল নেতা গাফ্ফার প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...