কক্সবাজার রুটে আসছে আরও ২ ট্রেন

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১৭: ২৬

কক্সবাজার রুটে আরও দু’টি ট্রেন চালানোর বিষয়ে প্রস্তাব দিয়েছে রেল প্রশাসন। ‘সৈকত

এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’ নামে এ দুটি ট্রেন নিয়মিত চালানোর বিষয়ে প্রস্তাব দেওয়া হয়। তবে, মন্ত্রাণালয় এখনো সিদ্ধান্ত নেয়নি।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন আমার দেশকে বলেন,

দু’টি ট্রেন চালানোর বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের প্রস্তাবনা পাঠানো হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সম্মতি দিলে আমরা এই রুটে ট্রেনগুলো চালাতে

পারবো।

কক্সবাজার রুটে বর্তমানে দু’টি আন্তঃনগর পর্যটক ও কক্সবাজার এক্সপ্রেস ট্রেন এবং একটি

লোকাল ‘ঈদ স্পেশাল নাইন’ নামে চলাচল করছে। দু’টি চালু হলে লোকাল ট্রেনটি বন্ধ

হয়ে যাবে। ২০২৩ সালের ১ ডিসেম্বর ঢাকা থেকে কক্সবাজারের পথে চলাচল শুরু করে

‘কক্সবাজার এক্সপ্রেস’। পরে ২০২৪ সালের ১০ জানুয়ারি চালু হয় আরেকটি ট্রেন, ‘পর্যটক এক্সপ্রেস’।

প্রস্তাবনায় নতুন দুই ট্রেনের মধ্যে ‘সৈকত এক্সপ্রেস’ চট্টগ্রাম থেকে সকাল ৬টা ১৫ মিনিট ছাড়ার

কথা উল্লেখ রয়েছে। ওই সময় ছাড়লে ট্রেনটি কক্সবাজার পৌঁছাবে সকাল ৯টা ৫৫ মিনিটে। আর

‘প্রবাল এক্সপ্রেস’ বিকাল তিনটা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে পর্যটন নগরে পৌঁছাবে

সন্ধ্যা ৭টায়।

অন্যদিকে ‘প্রবাল এক্সপ্রেস’ কক্সবাজার থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম স্টেশনে

পৌঁছাবে বেলা ২টা ১৫ মিনিটে। আর ‘সৈকত এক্সপ্রেস’ রাত ৮টা ১৫ মিনিটে কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টা ৫০ মিনিটে।

ট্রেন দুটির মধ্যে ‘সৈকত এক্সপ্রেস’ বিরতি দেবে ৮টি স্টেশনে; যার মধ্যে রয়েছে- ষোলশহর,

জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুল হাজারা ও রামু। আর ‘প্রবাল এক্সপ্রেস’ থামবে ১০টি স্টেশনে; এর মধ্যে আছে- ষোলশহর, গুমদন্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামু।

দুই ট্রেনের সব যাত্রাতেই থাকবে ১৬টি কোচ, যার মোট আসন সংখ্যা ৭৪৩। একদিনে ট্রেনগুলোতে যাতায়াত করতে পারবেন মোট ২৯৭২ যাত্রী।

এমএস

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত