সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ও আচরণ ভাইরাল হওয়ার পর সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আসলাম খানকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বদলি করা হয়েছে।
তার বিরুদ্ধে খালি গায়ে অফিস করা, ঘুষ না পেলে পরিদর্শন খাতায় অশোভন মন্তব্য লেখা, শিক্ষকদের মাদকসেবনের পরামর্শ দেওয়া এবং নারী শিক্ষকদের প্রতি অনুপযুক্ত আচরণের অভিযোগ প্রমাণিত হওয়ার পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক খালিদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই বদলি আদেশ হয়েছে। এতে স্বস্তি ফিরেছে সন্দ্বীপের শিক্ষা বান্ধব মহলে।
বান্দরবান থেকেও অনিয়মের অভিযোগে তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছিল। সন্দ্বীপে যোগদানের পর থেকেই একাধিক ভিডিওতে তাকে মাদকের পক্ষে সাফাই ও শিক্ষক–শিক্ষার্থী সম্পর্কে অবমাননাকর মন্তব্যসহ অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। এতে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
জেলা শিক্ষা অফিসের একটি সূত্র জানায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ হিসেবে তাকে বদলি করা হয়েছে। অনেক শিক্ষকের মন্তব্য—শিক্ষার সুস্থ পরিবেশ নিশ্চিত করতে আসলাম খানকে শুধু বদলি নয়, দ্রুত অবসরে পাঠানো উচিত এবং তার যথাযথ চিকিৎসার প্রয়োজন রয়েছে।
চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার আবদুল আজিজও মনে করেন, অভিযোগের পরিমাণ ও আচরণগত সমস্যার কারণে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জরুরি।

