আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দাগনভূঞায় ফসলি জমির মাটিকাটায় দুই যুবকের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা (ফেনী)

দাগনভূঞায় ফসলি জমির মাটিকাটায় দুই যুবকের কারাদণ্ড

ফেনীর দাগনভূঞায় ফসলি জমির মাটি কেটে বিক্রির অপরাধে দুই যুবককে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে পৌরসভার শ্রীধরপুরে অভিযান চালিয়ে এ দণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের সাহাব উদ্দিনের ছেলে মহিন উদ্দিন (২৪) ও তার ভাই মাঈন উদ্দিন (২২)।

অভিযানে মাটি কাটায় ব্যবহৃত ১টি এস্কেভেটর ঘটনাস্থল থেকে নিয়ে আসা সম্ভব না হওয়ায় তা অকেজো করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বলেন, ফসলি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন