রোহিঙ্গা সংকট সমাধানে উখিয়ায় আন্তর্জাতিক সম্মেলন শুরু

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১৯: ৪৮

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর পুনর্বাসন ও টেকসই সমাধান নিশ্চিত করতে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী একটি আন্তর্জাতিক সম্মেলন।

রোববার বিকেল থেকে সম্মেলন শুরু হয়েছে।

বিজ্ঞাপন

উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকায় অবস্থিত হোটেল বে-ওয়াচে আয়োজিত এই সম্মেলনে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, ১০টি দেশের রাষ্ট্রদূত, ৪০টি দেশের প্রতিনিধি, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক দূত ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

সম্মেলনের মূল উদ্দেশ্য, রোহিঙ্গাদের মানবিক সহায়তা বৃদ্ধি, রাখাইনে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতকরণ, আন্তর্জাতিক অর্থায়ন জোরদার করা এবং সংকটের টেকসই সমাধানে বৈশ্বিক সহযোগিতা গড়ে তোলা।

তিন দিনের এই সম্মেলনে পাঁচটি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে রোহিঙ্গা শিবির প্রদর্শনী, সাংস্কৃতিক আয়োজন ও বিশেষ আলোচনা সভা। রোববার (২৪ আগস্ট) শুরু হয়ে সম্মেলনের শেষ দিন ২৬ আগস্ট অংশগ্রহণকারীরা সরাসরি রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা রয়েছে।

কক্সবাজারের ঘোষণার ভিত্তিতে নিউইয়র্কে আগামী ৩০ সেপ্টেম্বর এবং দোহায় ৬ ডিসেম্বর পরবর্তী আন্তর্জাতিক উচ্চপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষ্যে সকল বৈধ আগ্নেয়াস্ত্রধারীদের নিজ নিজ অস্ত্র থানায় জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত