মা হতে গিয়ে প্রাণটাই হারালো হাতি, বাঁচল না শাবকও

উপজেলা প্রতিনিধি, রাজস্থলী (রাঙামাটি)
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ১৯: ৫১

রাঙামাটির রাজস্থলীতে শাবক প্রসবের সময় এক হাতির মৃত্যু হয়েছে। একই সঙ্গে মারা গেছে শাবকটিও।

মঙ্গলবার সকালে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাইতংপাড়া এলাকা থেকে হাতি দুটির লাশ উদ্ধার করে বন বিভাগ।

বিজ্ঞাপন

রাজবিলা রেঞ্জের কর্মকর্তা মো. ফিরোজ আল আমিন বলেন, বন বিভাগের নিয়মানুযায়ী হাতি দুটিকে মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।

রাজস্থলী উপজেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চিরনজিত চাকমা বলেন, দুর্বল থাকায় হাতির বাচ্চাটি প্রসব হওয়ার আগেই মারা গেছে। আর এ কারণে মা হাতিটিও মারা যায়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত