কক্সবাজার শহরে অভিযান, দোকান-রেস্তোরাঁয় জরিমানা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ২০: ১২

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) শহরের নানা অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। মঙ্গলবার শহরের বেশ কয়েকটি আলোচিত রেস্তোরাঁ, কসমেটিকসের দোকান ও সড়কে এই অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিরাম রেস্তোরাঁ, বিরতি রেস্তোরাঁ, আল আমিন বিরিয়ানি হাউজ, কলাতলী এলাকার হান্ডি রেস্তোরাঁ ও কাশেম স্টোর। এ ছাড়াও সড়ক আইন লঙ্ঘনের দায়ে একজন ব্যক্তিকে জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম। তিনি জানান, রেস্তোরাঁগুলোতে অপরিচ্ছন্ন পরিবেশ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং কাশেম স্টোরকে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা করা হয়েছে।

কউক সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে চারটি রেস্তোরাঁকে ১ লাখ ৪৫ হাজার টাকা, কাশেম স্টোরকে ৩০ হাজার টাকা এবং লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অভিযোগে একজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত