স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) শহরের নানা অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। মঙ্গলবার শহরের বেশ কয়েকটি আলোচিত রেস্তোরাঁ, কসমেটিকসের দোকান ও সড়কে এই অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিরাম রেস্তোরাঁ, বিরতি রেস্তোরাঁ, আল আমিন বিরিয়ানি হাউজ, কলাতলী এলাকার হান্ডি রেস্তোরাঁ ও কাশেম স্টোর। এ ছাড়াও সড়ক আইন লঙ্ঘনের দায়ে একজন ব্যক্তিকে জরিমানা করা হয়।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম। তিনি জানান, রেস্তোরাঁগুলোতে অপরিচ্ছন্ন পরিবেশ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং কাশেম স্টোরকে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা করা হয়েছে।
কউক সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে চারটি রেস্তোরাঁকে ১ লাখ ৪৫ হাজার টাকা, কাশেম স্টোরকে ৩০ হাজার টাকা এবং লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অভিযোগে একজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) শহরের নানা অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। মঙ্গলবার শহরের বেশ কয়েকটি আলোচিত রেস্তোরাঁ, কসমেটিকসের দোকান ও সড়কে এই অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিরাম রেস্তোরাঁ, বিরতি রেস্তোরাঁ, আল আমিন বিরিয়ানি হাউজ, কলাতলী এলাকার হান্ডি রেস্তোরাঁ ও কাশেম স্টোর। এ ছাড়াও সড়ক আইন লঙ্ঘনের দায়ে একজন ব্যক্তিকে জরিমানা করা হয়।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম। তিনি জানান, রেস্তোরাঁগুলোতে অপরিচ্ছন্ন পরিবেশ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং কাশেম স্টোরকে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা করা হয়েছে।
কউক সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে চারটি রেস্তোরাঁকে ১ লাখ ৪৫ হাজার টাকা, কাশেম স্টোরকে ৩০ হাজার টাকা এবং লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অভিযোগে একজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
কক্সবাজারে গভীর সমুদ্রে পাচারের মুহূর্তে ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় তিন মানবপাচারকারিকে আটক করা হয়েছে। বুধবার মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
১২ মিনিট আগেএ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২১ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
৩৪ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
৪০ মিনিট আগে