আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপির নেতৃত্বে নতুন করে জেগে উঠবে বাংলাদেশ: চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো
বিএনপির নেতৃত্বে নতুন করে জেগে উঠবে বাংলাদেশ: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপির নেতৃত্বে নতুন করে জেগে উঠবে বাংলাদেশ। আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে আবারো রাষ্ট্রক্ষমতায় যাবে বিএনপি। এজন্য বিএনপির নেতাকর্মীদের আদর্শ রাজনৈতিক কর্মী হতে হবে।

বিজ্ঞাপন

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে নগরের বিপ্লব উদ্যানে পুস্পস্তবক অর্পণকালে এসব কথা বলেন চসিক মেয়র। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিপ্লব উদ্যানে পুস্পস্তবক অর্পণ করেন তিনি।

চসিক মেয়র বলেন, প্রতিষ্ঠার পর থেকে চারবার রাষ্ট্র পরিচালনা করে বিএনপি। এটি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি যেমন অতীতে মানুষের কাছে সমাদৃত হয়েছে, সেভাবেই সমাদৃত হওয়ার জন্য সবাইকে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের আদর্শ রাজনৈতিক কর্মী হতে হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনবার সরকার গঠন করে বিএনপি। চব্বিশের আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর নতুন করে উজ্জীবিত হয়েছে বিএনপি নেতাকর্মীরা।

এসময় আরো উপস্থিত ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন