কক্সবাজারের রামুতে অপহৃত তিন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে রামু থানা পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের এক সদস্যকে আহত অবস্থায় আটক করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকার পাহাড়ি অঞ্চল থেকে তাদের উদ্ধার করা হয়।
রামু থানা পুলিশ সূত্রে জানা যায়, অপহরণকারী চক্র ভিকটিম ফয়েজ উদ্দিন (৩০), জালাল উদ্দিন (৪০) ও রহিম উল্লাহ (৩৪)কে অপহরণ করে নির্জন পাহাড়ে নিয়ে বেধড়ক মারধর করে মুক্তিপণ দাবি করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অপহরণকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে মো. বাবু (২৩) নামে এক অপহরণকারী হাতে নাতে ধরা পড়ে এবং গণপিটুনিতে গুরুতর আহত হয়। তার সঙ্গে থাকা অন্য ৩–৪ জন সহযোগী পালিয়ে যায়।
খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপহৃত তিন রোহিঙ্গা নাগরিকসহ আহত অপহরণকারীকে উদ্ধার করে। পরে তাদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অপহৃতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। গুরুতর আহত অবস্থায় অপহরণকারী বাবুকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
রামু থানা জানিয়েছে, অপহরণ চক্রের অন্যান্য পলাতক সদস্যদের চিহ্নিত ও গ্রেপ্তারের অভিযান চলছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাটির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে বলে জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

