আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তৌহিদী জনতার বিক্ষোভের মুখে ঢাকাইয়া মেলা পণ্ড

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

তৌহিদী জনতার বিক্ষোভের মুখে ঢাকাইয়া মেলা পণ্ড

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বঙ্কিম বাজার আলমাছিয়া মাদ্রাসা সড়কে ধর্মপ্রাণ মুসলমানদের দাবি উপেক্ষা করে গত এক সপ্তাহ পূর্ব থেকে শুরু হওয়া কথিত ঢাকাইয়া মেলা বন্ধের দাবিতে রোববার আছরের নামাজের পর মুসল্লিদের বিক্ষোভ ও ঘেরাওয়ের মুখে মেলা-স্থল ফেলে লাপাত্তা হয়ে গেছে আয়োজকরা। এতে স্টল ভাড়া নেয়া ব্যবসায়ীরা ক্ষতিরমুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

রোববার আছরের নামাজের পর বিক্ষোভকারীরা মসজিদ থেকে মিছিলসহকারে মেলার দিকে এগোলে আয়োজকরা গা ঢাকা দেয়। তৌহিদী জনতা অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় স্টল মালিকদের তাদের মালামাল সরিয়ে নেয়ার সময় দিয়ে সড়কের উড়য়পাশে অবস্থান নেন।এসময় ক্ষুদ্ধ বিক্ষোভকারীরা মেলার ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলে এবং মেলার শেষ চিহ্ন সরিয়ে না ফেলা পর্যন্ত অবস্থানের ঘোষণা দেয়।

এদিকে আগের দিন বিকালে ক্ষুদ্ধ তৌহিদী জনতা রবিবার বেলা ১২টার মধ্যে মেলা বন্ধের আল্টিমেটাম দিলে রাতে আয়োজক দাবিদার মোঃ: কায়ছার নামের এক যুবক মেলা বন্ধের লোক দেখানো ঘোষণা দিয়ে সটকে পড়ে স্টল মালিকদের জনরোষ থেকে রক্ষা পেতে। আজ বেলা ১২ টার পরও মেলা সরিয়ে না ফেলায় তৌহিদী জনতা ক্ষুদ্ধ হয়ে উঠে।

প্রসঙ্গত এ কথিত মেলার আড়ালে ডিজিটাল জুয়া ও নারী-পুরুষের অবাধ বিচরণের অভিযোগ উঠছিল।দু:খজনক হলেও সত্য যে উপজেলা ও থানা প্রশাসনের পরোক্ষ সাইছিল এতে। যার কারণে গত সপ্তাহধিকাল যাবত রাত দিন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বার্ষিক পরীক্ষা চলাকালীন এ অবৈধ মেলা চলছিল। যার পেছনে স্থানীয় চিহ্নিত একটি চক্রের ইন্ধন ছিল।এতে করে উপজেলার সর্বোচ্চ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের যাতায়ত ও সদ্য হাসপাতাল পাড়া হিসেবে খ্যাত এ সড়ক মেলার কারণে সৃষ্ট যানজটে চরম জন-ভোগান্তিতে রুপ নেয় ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন