১৩ কোটি টাকা আত্মসাত

চট্টগ্রাম ব্যুরো

বেসরকারি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ট্রাস্টের প্রায় ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একই মামলায় নদভীর স্ত্রীসহ আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক কমল চক্রবর্তী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের চট্টগ্রাম জেলার উপপরিচালক সুবেল আহমেদ।
দুদকের মামলায় অভিযোগ করা হয়েছে, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ২০০৫ সালে প্রায় ২০ কাঠা জমি কিনে আইআইইউসি ট্রাস্টের নামে ‘আইআইইউসি টাওয়ার’ নির্মাণ করা হয়। ২০১১ সাল থেকে সেখানে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
পরবর্তীতে ট্রাস্টের আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। দুদকের অনুসন্ধানে দেখা যায়, ট্রাস্টের বিধিমালা অনুযায়ী ট্রাস্টি সদস্যরা স্বেচ্ছাশ্রমে কাজ করেন তাদের জন্য কোনো সম্মানী, বোনাস, টিএ-ডিএ বা মোবাইল বিলের সুযোগ নেই। তবে আসামিরা ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত পরস্পর যোগসাজশে আইন ও বিধিবহির্ভূতভাবে ট্রাস্টের অর্থ থেকে মোট ১২ কোটি ৭৯ লাখ ৪১ হাজার ৫৫৬ টাকা আত্মসাৎ করেছেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (চট্টগ্রাম-১৫, সাতকানিয়া–লোহাগাড়া)। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
জানা যায়, নদভী ২০১৪ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন। এর আগে তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং আইআইইউসি-ও ছিল জামায়াতপন্থী ব্যক্তিদের নিয়ন্ত্রণে। পরে আওয়ামী লীগে যোগ দিয়ে নদভী ট্রাস্ট থেকে জামায়াতপন্থী সদস্যদের সরিয়ে নিজের প্রভাব প্রতিষ্ঠা করেন।
তবে আওয়ামী লীগের পতনের পর বিশ্ববিদ্যালয়টির পরিচালনা আবার আগের নিয়ন্ত্রণেই ফিরে গেছে বলে জানা গেছে। মামলায় আইআইইউসি-র সাবেক উপাচার্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফকেও আসামি করা হয়েছে।
এ ছাড়া আরও যারা আসামি হয়েছেন-অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদ, চবি শিক্ষক ড. মোহাম্মদ সালেহ জহর, ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, নদভীর স্ত্রী রিজিয়া সুলতানা, সাবেক মন্ত্রী হাছান মাহমুদের ভাই মোহাম্মদ খালেদ মাহমুদ, অধ্যাপক ফসিউল আলম, অধ্যাপক আবদুর রহিম, ড. মো. শামসুজ্জামান, মোহাম্মদ বদিউল আলম, ড. মোহাম্মদ হুমায়ুন কবির, মুহাম্মদ শফিউর রহমান, অধ্যাপক ড. মাহি উদ্দিন, অধ্যাপক আফজল আহমদ এবং ড. মোজাফফর হোছাইন নদভী।
দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, মামলাটি প্রাথমিকভাবে তদন্তাধীন রয়েছে এবং আত্মসাতের অর্থ কীভাবে লেনদেন ও বণ্টন করা হয়েছে, তা খতিয়ে দেখা হবে।

বেসরকারি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ট্রাস্টের প্রায় ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একই মামলায় নদভীর স্ত্রীসহ আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক কমল চক্রবর্তী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের চট্টগ্রাম জেলার উপপরিচালক সুবেল আহমেদ।
দুদকের মামলায় অভিযোগ করা হয়েছে, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ২০০৫ সালে প্রায় ২০ কাঠা জমি কিনে আইআইইউসি ট্রাস্টের নামে ‘আইআইইউসি টাওয়ার’ নির্মাণ করা হয়। ২০১১ সাল থেকে সেখানে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
পরবর্তীতে ট্রাস্টের আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। দুদকের অনুসন্ধানে দেখা যায়, ট্রাস্টের বিধিমালা অনুযায়ী ট্রাস্টি সদস্যরা স্বেচ্ছাশ্রমে কাজ করেন তাদের জন্য কোনো সম্মানী, বোনাস, টিএ-ডিএ বা মোবাইল বিলের সুযোগ নেই। তবে আসামিরা ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত পরস্পর যোগসাজশে আইন ও বিধিবহির্ভূতভাবে ট্রাস্টের অর্থ থেকে মোট ১২ কোটি ৭৯ লাখ ৪১ হাজার ৫৫৬ টাকা আত্মসাৎ করেছেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (চট্টগ্রাম-১৫, সাতকানিয়া–লোহাগাড়া)। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
জানা যায়, নদভী ২০১৪ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন। এর আগে তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং আইআইইউসি-ও ছিল জামায়াতপন্থী ব্যক্তিদের নিয়ন্ত্রণে। পরে আওয়ামী লীগে যোগ দিয়ে নদভী ট্রাস্ট থেকে জামায়াতপন্থী সদস্যদের সরিয়ে নিজের প্রভাব প্রতিষ্ঠা করেন।
তবে আওয়ামী লীগের পতনের পর বিশ্ববিদ্যালয়টির পরিচালনা আবার আগের নিয়ন্ত্রণেই ফিরে গেছে বলে জানা গেছে। মামলায় আইআইইউসি-র সাবেক উপাচার্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফকেও আসামি করা হয়েছে।
এ ছাড়া আরও যারা আসামি হয়েছেন-অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদ, চবি শিক্ষক ড. মোহাম্মদ সালেহ জহর, ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, নদভীর স্ত্রী রিজিয়া সুলতানা, সাবেক মন্ত্রী হাছান মাহমুদের ভাই মোহাম্মদ খালেদ মাহমুদ, অধ্যাপক ফসিউল আলম, অধ্যাপক আবদুর রহিম, ড. মো. শামসুজ্জামান, মোহাম্মদ বদিউল আলম, ড. মোহাম্মদ হুমায়ুন কবির, মুহাম্মদ শফিউর রহমান, অধ্যাপক ড. মাহি উদ্দিন, অধ্যাপক আফজল আহমদ এবং ড. মোজাফফর হোছাইন নদভী।
দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, মামলাটি প্রাথমিকভাবে তদন্তাধীন রয়েছে এবং আত্মসাতের অর্থ কীভাবে লেনদেন ও বণ্টন করা হয়েছে, তা খতিয়ে দেখা হবে।

রাতের অভিযানে নেতৃত্ব দেন যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল; থানা পুলিশ, ডিবি ও সাইবার ক্রাইম ইউনিটের একাধিক টিম এ অভিযানে অংশ নেয়। কাজী বাবুল জানান, আটক দুজনসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০-৩৫ জনকে অভিযুক্ত করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
৩৬ মিনিট আগে
চট্টগ্রামের রাউজানের পাহাড়ি জনপদ নোয়াপাড়া। চারদিকে বেতগাছ, পাম, বাঁশঝাড় আর সরু কাঁচা রাস্তা। ভেতরে ঢুকলে চোখে পড়ে এক তিনতলা বাড়ি। বাইরে শান্ত, ভেতরে যেন যুদ্ধের প্রস্তুতি।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে দুই যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারইয়ারহাটের ধুমঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যে বয়সে খেলাধুলা করে সময় কাটানোর কথা তার। অথচ সেই বয়সে সংসারের বোঝা কাঁধে নিয়ে দিশেহারা হয়ে পড়েছে ৯ বছরের ছোট্ট শিশু মরিয়ম। বাবা-মায়ের মৃত্যুর পর ৬ বছর বয়সী ছোট ভাই ইসমাইলকে নিয়ে এখন মানবেতর জীবন-যাপন করছে সে।
৩ ঘণ্টা আগে