চট্টগ্রাম শহরে গোপন বৈঠক করার সময় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা খালেদ মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন আন্দরকিল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুদ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং কেন্দ্রীয় সদস্য। তিনি বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী এলাকার মৃত শওকত আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মী আন্দরকিল্লা এলাকায় গোপনে বৈঠক করছে, এমন তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানা-পুলিশ অভিযান চালায়। এ সময় খালেদ মাসুদকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুদের সঙ্গীরা পালিয়ে যান।
কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন বলেন, ‘গোপন বৈঠকে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার তথ্য ছিল। সে অনুযায়ী আমরা অভিযান চালাই। মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে।’
ওসি বলেন, ‘মাসুদের বিরুদ্ধে ৫ আগস্টের হত্যা মামলা রয়েছে। নতুন করে কোনো অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে তাকে রিমান্ডে নেওয়া হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


চট্টগ্রামে নওফেলের বাড়িতে অভিযান, ছাত্রলীগ-যুবলীগের ৭ নেতাকর্মী আটক