আবারও সমুদ্রে ভেসে গেল ৩ শিক্ষার্থী, একজনের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১৫: ১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী মৃত্যুর এক সপ্তাহ পার না হতেই আবারও সমুদ্র সৈকতে ভেসে গেছে কক্সবাজারের ৩ স্থানীয় শিক্ষার্থী। এদের মধ্যে একজনের লাশ উদ্ধার হলেও দুজনকে জীবিত উদ্ধার করা গেছে।

বিজ্ঞাপন

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে এই ঘটনা ঘটে।

লাশ উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম রাইয়ান নূর আবু সামিম। সে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও শহরের বৈদ্যঘোনা এলাকার মো. ইসমাইলের ছেলে।

কক্সবাজার সমুদ্র সৈকতে দায়িত্ব পালনকারি সি সেইফ গার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালে স্কুল মাঠে ফুটবল খেলে সবাই সৈকতের শৈবাল পয়েন্টে গোসল করতে গিয়েছিল। ওই সময় তিন শিক্ষার্থী সাগরে ভেসে যায়। এদের মধ্যে একজনের লাশ উদ্ধার হয়। দুজনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার টুরিস্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুল মুকিত জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। একজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত