আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কারচুপির নির্বাচন জনগণ আর কখনো মেনে নেবে না: নজরুল ইসলাম

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

কারচুপির নির্বাচন জনগণ আর কখনো মেনে নেবে না: নজরুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া- ৫ আসনে (নবীনগর) ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নজরুল ইসলাম নজু বলেছেন, সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার, অতীতের মতো কারচুপির নির্বাচন বাংলার জনগণ আর কখনো মেনে নেবে না। বিগত নির্বাচনগুলোতে আপনারা মন খোলে নির্বাচন করতে পারেন নাই, এবারের নির্বাচনে হবে হাত পাখার বিজয়ের নির্বাচন এবং নবীনগরে ইসলামের বিজয় স্তম্ভ তৈরি হবে ।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার জল্লা মেয়র মার্কেটে থ্রি স্টার হোটেলে নবীনগর উপজেলা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামি আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে নজরুল ইসলাম নজু আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে। দুর্নীতি, অন্যায়, চাঁদাবাজি আর সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং হাত পাখার বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নজু আরো বলেন, শিল্প, শিক্ষা ও কর্মসংস্থানের উন্নয়নে নবীনগর উপজেলাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। আমাদের লক্ষ্য হলো জনগণের প্রকৃত উন্নয়ন, দলীয় স্বার্থ নয়। আমরা চাই ইসলামের বিজয়, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি বেছে নিক।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি গাজী নিয়াজুল করীম, জেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ সামস আল ইসলাম ভূইয়া, নবীনগর উপজেলা ইসলামি আন্দোলনের সহ-সভাপতি মোহসীনুল করীম হারুনী, সাধারণ সম্পাদক মাওলানা মমিনুল হক, ইসলামি আন্দোলন নবীনগর পৌরসভার সভাপতি রায়হান উদ্দিন আনসারী, সাইফুল্লাহ সেন্টু, হাফেজ মনির হোসেন, মাওলানা ওমর ফারুক রাজু, আজহারুল ইসলাম দুলাল, মো. আমির হোসাইন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন