ছাত্রাবাসে ঝুঁকি নিয়ে বসবাস, প্রাণহানির শঙ্কা

উপজেলা প্রতিনিধি, থানচি (বান্দরবান)
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১৬: ৪৯
আপডেট : ২৪ জুন ২০২৫, ১৬: ৫০

বান্দরবানের থানচি উপজেলার একমাত্র থানচি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রাবাস দেয়াল ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এ ছাত্রাবাসে প্রাণহানির শঙ্কা দেখা দিয়েছে। এ কারণে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন ছাত্র-ছাত্রী ও শিক্ষক।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, তিনতলা বিশিষ্ট এই ছাত্রাবাসে ভিতরে বাইরে বিভিন্ন জায়গায় দেয়াল ভেঙে পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। খাবার রুম, পড়ার রুম, রাত্রীযাপনের রুমসহ ছাদের উপর থেকে পানি বেয়ে বেয়ে নিচে সিঁড়িতে পড়ছে। ভবনের খুঁটির পাশে লাগোয়া দেয়াল জোড়া থেকে আলাদা হয়ে গেছে। ভবনের বাইরে একই অবস্থা লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ক্যসাসিং মারমা বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ২০১৭ সাল থেকে কয়েকবার প্রকৌশলীকে এ বিষয়ে আবেদন করেছি। ওনারা এসে মেপে নিয়ে গেছেন কিন্তু কোনো পদেক্ষপ গ্রহণ করেনি। আমি মনে করি প্রশাসন সুনজর দিলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাবে ছাত্র-ছাত্রীরা।

এ বিষয়ে উপজেলা সহকারী প্রকৌশলীর (এলজিইডি) মো. জাকের হোসেন বলেন, অফিশিয়ালি ছাত্রাবাসের বিষয়ে চাহিদা পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ফয়সাল আমার দেশকে বলেন, আমি পরিদর্শন করে ইঞ্জিনিয়ারকে নিয়ে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবো।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত